সায়মা ওয়াজেদের কারণে অটিজম নিয়ে সচেতনতা বেড়েছে : বাহাউদ্দিন নাছিম

আগের সংবাদ

পাহাড় জনপদে আতঙ্কের ঢেউ

পরের সংবাদ

বিয়ন্সের রেকর্ড

প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: এপ্রিল ৪, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন ডেস্ক : মাথায় কাউবয় হ্যাট, হাতে ধরা পতাকা। ফিরলেন অনেক দিন পর সাদা ঘোড়ায় চেপে। নতুন অ্যালবাম ‘কাউবয় কার্টার’-এর পোস্টারে এভাবেই হাজির হলেন। তিনি আর কেউ নন- হলিউডের মেগাস্টার বিয়ন্সে। তার গান মানেই তারুণ্যের কাছে উন্মাদনা। মাথায় কাউবয় হ্যাট, হাতে ধরা পতাকা। নতুন অ্যালবাম ‘কাউবয় কার্টার’-এর পোস্টারে এভাবেই হাজির বিয়ন্সে। দুই বছর আগে প্রকাশিত ‘রেনেসাঁ’ অ্যালবামের পর এটি নিয়ে ভক্তদের আগ্রহ ও অপেক্ষা ছিল অনেক। অবশেষে ২৯ মার্চ প্রকাশ্যে এলো কাউবয় কার্টার। প্রকাশের পর একের পর এক রেকর্ড গড়েই চলেছে বিয়ন্সের এ অষ্টম অ্যালবাম। ডিজিটাল এডিশনে গান আছে ২৭টি আর ভিনাইলে ২২টি। বেশির ভাগই মৌলিক গান, কিছু কাভার অর্থাৎ অন্যের গান নতুন করে গেয়েছেন তিনি। অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোয় কাউবয় কার্টার নিয়ে ঝড় বয়ে যাচ্ছে। জনপ্রিয়তার নিরিখে এরই মধ্যে বিয়ন্সের আগের অ্যালবাম রেনেসাঁকে ছাড়িয়ে গেছে এটি। স্পটিফাইয়েও রেকর্ড সৃষ্টি করেছে কাউবয় কার্টার, এটি এখন এ প্ল্যাটফর্মের সবচেয়ে জনপ্রিয় অ্যালবাম। আইটিউনসেও অ্যালবামটি আছে প্রথম অবস্থানে। এসব দেখে অনেকেই মনে করছেন বিয়ন্সের অ্যালবামটি সবচেয়ে জনপ্রিয় অ্যালবামের মর্যাদা পেতে যাচ্ছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়