সায়মা ওয়াজেদের কারণে অটিজম নিয়ে সচেতনতা বেড়েছে : বাহাউদ্দিন নাছিম

আগের সংবাদ

পাহাড় জনপদে আতঙ্কের ঢেউ

পরের সংবাদ

ছাড়পত্র পেল ‘কাজলরেখা’ ও ‘লিপস্টিক’

প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: এপ্রিল ৪, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন প্রতিবেদক : মৈমনসিংহ গীতিকার কাজলরেখা অবলম্বনে সরকারি অনুদানে ‘কাজলরেখা’ নির্মাণ করেছেন ‘মনপুরা’খ্যাত নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম। এর আগে বেশ কয়েকবার মুক্তির তারিখ ঘোষণা করেও মুক্তি পিছিয়েছে সিনেমাটির। এবার জানা গেল, ঈদুল ফিতরে ‘কাজলরেখা’ মুক্তি পেতে যাচ্ছে। এছাড়া ঈদে মুক্তির মিছিলে শামিল হতে চাইছে পূজা চেরী ও আদর আজাদ অভিনীত ‘লিপস্টিক’ সিনেমা। কিন্তু ক’দিন ধরে গুজব ছড়ায় সেন্সর না পাওয়ায় দুটি ছবিই ঈদে মুক্তির সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসতে হচ্ছে। বুধবার সেসব গুজবকে উড়িয়ে দিলেন দুই সিনেমার নির্মাতা ও প্রযোজকরা। সেন্সর ছাড়পত্র ফেসবুক পোস্ট করে জানিয়ে দিলেন ঈদে মুক্তিতে কাজলরেখা ও লিপস্টিকের কোনা বাধা নেই। কাজলরেখা সিনেমার পরিচালক গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘কারা কেন এমন গুজব ছড়ালেন সে বিষয় আমার জানা নেই। শুধু বলব, বিষয়গুলো মিথ্যা। ঈদে না এলে আমরা নিজেরই আনুষ্ঠানিকভাবে জানাতাম। এখন অফিসিয়ালি জানাচ্ছি কাজলরেখা আনকাট সেন্সর পেয়েছে এবং আমরা ঈদেই আসছি।’ অন্যদিকে লিপস্টিক সিনেমার নায়িক আদর আজাদ তার সিনেমার সেন্সর ছাড়পত্র ফেসবুকে পোস্ট করেছেন। এরপর তার সঙ্গে যোগাযোগ করা

হলে তিনি বলেন, ‘আজ লিপস্টিকের সেন্সর ছাড়পত্র হাতে পেয়েছি। আমাদের লিপস্টিক ঈদেই মুক্তি পাচ্ছে।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়