পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত ও আইওএম মিশনপ্রধানের

আগের সংবাদ

পাহাড়ে নিরাপত্তা প্রশ্নবিদ্ধ

পরের সংবাদ

সীতাকুণ্ডে অস্ত্রসহ আটক তরুণ

প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: এপ্রিল ৩, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি : সীতাকুণ্ডে অস্ত্রসহ এক তরুণকে আটক করেছে পুলিশ। গত সোমবার রাতে উপজেলার কুমিরা ঘাটঘর এলাকার মোর্শেদ কোম্পানীর পুকুরের পাশে টিন শেডের একটি ঘরে অভিযান চালালে মো. হাসান (২২) নামে এক তরুণ পালানোর সময় পুলিশ তাকে আটক করে। এ সময় তার কাঁধে থাকা ব্যাগ থেকে একটি দেশি এলজি ও ৩ রাউন্ড কার্তুজ জব্দ করা হয়।
আটক হাসান কুমিরা ইউনিয়নের বাবু ডাক্তারের বাড়ির মো. মনছুরের ছেলে। অভিযানের সময় দুজন পালিয়ে যান। তারা হলেন- কুমিরা ঘাটঘর এলাকার মৃত মনির হোসেনের ছেলে মো. আলমগীর হোসেন ফারুক (২৮) ও স›দ্বীপ থানার মুছাপুরের বাবুল স?ওদাগরের ছেলে সাহাব উদ্দিন (৩৩)। এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার এসআই রাজিব চন্দ্র পোদ্দার বলেন, গোপন সূত্রে খবর পেয়ে এক সন্ত্রাসীকে অস্ত্রসহ আটক করা হয়। পরে তার স্বীকারোক্তিতে অস্ত্র আইনে মামলা করে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়