মোহাম্মদপুরে ২৫ দিন ধরে শিকলে বেঁধে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ

আগের সংবাদ

পাল্টে যাচ্ছে এসএসসি পরীক্ষা : শিখনকালীন ৪০ শতাংশ, ৩০ নম্বর হাতেকলমে এবং ৩০ নম্বর সামষ্টিক মূল্যায়ন

পরের সংবাদ

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে মধু সংগ্রহ উদ্বোধন

প্রকাশিত: এপ্রিল ২, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: এপ্রিল ২, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

সুন্দরবন সাতক্ষীরা
রেঞ্জে মধু সংগ্রহ
উদ্বোধন

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি : সুন্দরবন পশ্চিম বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জে মধু সংগ্রহ উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় সাতক্ষীরা রেঞ্জ বুড়িগোয়ালিনী ৭১ নম্বর ফরেস্ট প্রাথমিক বিদ্যালয়ের মিটিং রুমে এ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। খুলনা বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসিন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এস এম আতাউল হক দোলন। বিশেষ অতিথি ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, শ্যামনগর থানার ওসি (তদন্ত) মো. রফিকুল ইসলাম।
স্বাগত বক্তব্য দেন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এম কে এম ইকবাল হোছাইন চৌধুরী। আরো বক্তব্য দেন বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, রমজাননগর ইউপি চেয়ারম্যান শেখ আল মামুন, কৈখালী ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম, মুন্সীগঞ্জ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান উৎপল জোয়ার্দার, বুড়িগোয়ালিনী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুর রউফ। অনুষ্ঠানে দু’জন মৌয়ালের হাতে মধু আহরণের পারমিট তুলে দেয়া হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়