মোহাম্মদপুরে ২৫ দিন ধরে শিকলে বেঁধে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ

আগের সংবাদ

পাল্টে যাচ্ছে এসএসসি পরীক্ষা : শিখনকালীন ৪০ শতাংশ, ৩০ নম্বর হাতেকলমে এবং ৩০ নম্বর সামষ্টিক মূল্যায়ন

পরের সংবাদ

ভিজিএফ খাদ্যশস্য পাচ্ছে ৩৮ হাজার ৪২৩ পরিবার : গোমস্তাপুর

প্রকাশিত: এপ্রিল ২, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: এপ্রিল ২, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : ঈদ উপলক্ষে গোমস্তাপুরের ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ভিজিএফের খাদ্যশস্য পাচ্ছে ৩৮ হাজার ৪২৩টি অসহায়-দুস্থ পরিবার। গতকাল সোমবার এ তথ্য জানান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান। তিনি বলেন, ঈদুল ফিতর উপলক্ষে বরাদ্দ ৩৮ হাজার ৪২৩টি কার্ড ইউনিয়ন ও পৌরসভার জনসংখ্যার হারে বিভাজন করে তালিকা দাখিলের জন্য ইউপি চেয়ারম্যানদের চিঠি দেয়া হয়েছে। আগামী বৃহস্পতিবারের মধ্যে ভিজিএফের চাল বিতরণ নিশ্চিত করতে হবে। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানান, কার্ডপ্রাপ্তদের মধ্যে রহনপুর পৌরসভায় ৪ হাজার ৬২১টি, গোমস্তাপুর ইউনিয়নে ৫ হাজার ৭১৯টি, বাঙ্গাবাড়ী ইউনিয়নে ৩ হাজার ৫৯৮টি, রাধানগর ইউনিয়নে ৫ হাজার ৬৭৮, পার্বতীপুর ইউনিয়নে ৫ হাজার ১৮৩, রহনপুর ইউনিয়নে ২ হাজার ৭৫৫, বোয়ালিয়া ইউনিয়নে ৩ হাজার ৭৭৮, চৌডালা ইউনিয়নে ৪ হাজার ৯৪৭, আলিনগর ইউনিয়নে ২ হাজার ১৪৫ পরিবার রয়েছে। কার্ডপ্রতি ১০ কেজি চাল মিলবে জানিয়ে তিনি বলেন, দুস্থ, অতিদরিদ্র ব্যক্তি বা পরিবারকে ভিজিএফ সহায়তা দিতে হবে। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুস্থ ও অতিদরিদ্র পরিবারকে অগ্রাধিকার দিতে বলা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়