মোহাম্মদপুরে ২৫ দিন ধরে শিকলে বেঁধে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ

আগের সংবাদ

পাল্টে যাচ্ছে এসএসসি পরীক্ষা : শিখনকালীন ৪০ শতাংশ, ৩০ নম্বর হাতেকলমে এবং ৩০ নম্বর সামষ্টিক মূল্যায়ন

পরের সংবাদ

পার্বতীপুর : ২০০ মিটারের মধ্যে দুটি গভীর নলকূপ স্থাপন!

প্রকাশিত: এপ্রিল ২, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: এপ্রিল ২, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : পার্বতীপুরে পলাশবাড়ী ইউনিয়নের খামারপাড়ার কৃষিজমিতে ২০০ মিটার দূরত্বের মধ্যে দুটি গভীর নলকূপ স্থাপনের চেষ্টা চলছে। নতুন করে গভীর নলকূপ স্থাপনের প্রতিবাদ জানিয়েছেন ওই গ্রামের কৃষক বিমল চন্দ্র রায়সহ বেশ কয়েকজন কৃষক। গতকাল সোমবার দুপুরে পলাশবাড়ী ইউনিয়নের খামারপাড়া গ্রামের বিমল চন্দ্র রায়ের উঠানে সংবাদ সম্মেলন করে তারা এর প্রতিবাদ জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিমল চন্দ্র রায় বলেন, জনৈক মেহেরুল নামে এক ব্যক্তি খামারপাড়া গ্রামের কৃষিজমিতে বিধিবহির্ভূতভাবে গভীর নলকূপ স্থাপনের জন্য গত রবিবার খামারপাড়া-আবাসন সড়কের ধারে বোরিং করে পাইপ বসিয়েছে। অথচ সেখানে আমার (বিমল) একটি গভীর নলকূপ রয়েছে। আমার গভীর নলকূপের কমান্ডিং এলাকার মধ্যে নতুন করে নলকূপ স্থাপনের সুযোগ নেই। বিধিবহির্ভূতভাবে কেউ যাতে আমার কমান্ডিং এরিয়ার মধ্যে গভীর নলকূপ স্থাপন করতে না পারে সেজন্য জরুরিভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তিনি জোর দাবি জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- খামারপাড়া গ্রামের কৃষক জিয়াউর রহমান, সুজন রায়, মনমোহন রায়সহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়