গয়েশ্বর চন্দ্র রায় : ভারতের সবচেয়ে নিম্নমানের প্রোডাক্ট আওয়ামী লীগ

আগের সংবাদ

বহুমাত্রিক কৌশল আ.লীগের

পরের সংবাদ

তোমার রেখে যাওয়া রক্তজবা ফুল

প্রকাশিত: এপ্রিল ১, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: এপ্রিল ১, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে তোমাকে খুব মনে পড়ে। ছাদের রক্তজবা ফুলগুলোর কড়া সুঘ্রাণ তোমাকে মনে করিয়ে দেয়। এই রক্তজবা ফুলের সঙ্গে তুমি মিশে আছো।
তুমি যখন ছাদে আসতে, তখন ফুলগুলো দ্বিগুণ সুবাস ছড়িয়ে দিত। ফুলগুলোও বোধ হয় তোমার ঘ্রাণ পেত। তুমি ফুলের যতœ নিতে নিতে কখন যে আমারও যতœ নেয়া শুরু করেছিলা তুমিও হয়তো জানো না।
রোজ সন্ধ্যায় তুমি এসে গাছগুলোর সঙ্গে সঙ্গে আমার অভ্যাসটাও খারাপ করে দিয়েছিলে। একদিন তুমি না এলে, গাছের সঙ্গে সঙ্গে আমারও মন খারাপ হতো। ফুলগুলোর সৌরভ সেদিন আর পেতাম না।
এভাবে আমার আর গাছের অভ্যাস খারাপ করে একদিন তুমিই নাই হয়ে গেলে। তোমার দেখা আর পেলাম না। তোমাকে খুঁজে খুঁজে আমি ক্লান্ত হয়ে গেলেও তোমার গাছগুলোকে ক্লান্ত হতে দিইনি। রক্তজবা ফুলগুলো এখনো সুন্দর সুঘ্রাণ দেয়। মাঝে মাঝে এমন সুবাস ছড়ায় আশপাশেও খবর করে দেয়। নানাজন খবর নিতে আসে কোথায় এই ফুলের বাগান। সবার খবর হলেও তোমার খবর হলো না।
আজহার মাহমুদ : খুলশী-১, চট্টগ্রাম ৪২০২

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়