মির্জা ফখরুল : দলমত নির্বিশেষে ‘গণঐক্য’ গড়ার আহ্বান

আগের সংবাদ

পরিবেশবাদীদের ক্ষোভ প: সুনামগঞ্জে একসঙ্গে ৩ হাজার গাছ কাটার উদ্যোগ

পরের সংবাদ

‘ঈদের আসল মজাই গ্রামে’

প্রকাশিত: মার্চ ৩০, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ৩০, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

ক’দিন বাদেই ঈদ। সবারই কমবেশি ঈদ নিয়ে পরিকল্পনা থাকে। ব্যতিক্রম নন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক সাইমন সাদিক। ঈদের পরিকল্পনা ও কাজ নিয়ে অভিনেতার সঙ্গে কথা বলে জানাচ্ছেন সোহানুর রহমান

কেমন আছেন?
বেশ ভালো আছি।

এবার ঈদ কোথায় করবেন?
সবসময় আমি ঈদ গ্রামেই করার চেষ্টা করি। ঈদের আসল মজাই গ্রামে। গ্রামের হাওয়া বাতাস, প্রকৃতিতে প্রতি বছর ঈদ মিলে একাকার হয়ে যায়। এবারের ঈদেও ইনশাআল্লাহ গ্রামে অর্থাৎ কিশোরগঞ্জেই করব।

ঈদের দিনের পরিকল্পনা কী?
ঈদের পরিকল্পনা বলতে, নামাজ পড়া, খাওয়া-দাওয়া। সালামি দেয়া এবং নেয়া। আত্মীয়দের বাড়িতে যাওয়া, যাদের সঙ্গে প্রতি বছর এই সময়েই দেখা হয়। তাছাড়াও বন্ধুদের সঙ্গে আড্ডা দেয়া। আমাদের বাড়িতে আত্মীয়রা আসবে তাদের সময় দেয়া সব মিলিয়ে অনেক পরিকল্পনা আছে।

ঈদের বিশেষ স্মৃতি শুনতে চাই…
ঈদ বলতেই সবার কাছেই বিশেষ স্মৃতি, আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে সালামি দেয়া-নেয়া। এটা অন্যরকম একটা ভালো লাগা বা স্মৃতি। ছোটবেলা থেকেই এটা আমার অনেক পছন্দের।
ঈদের কেনাকাটা করেছেন?
নিজের জন্য আসলে এখনো কিছু কেনা হয়নি। পরিবার, প্রিয়জনদের জন্য কেনাকাটা চলছে।
আমি সবসময় পরিবার ও প্রিয়জনদের ঈদে কেনাকাটা করে দিতে পছন্দ করি।

প্রিয়জনদের কী কী উপহার দিয়েছেন?
প্রিয়জনদের অবশ্যই উপহার দেয়া হয় যার যেরকম পছন্দ সেই অনুযায়ী।
তাদের পছন্দ অনুযায়ী আমি তাদের উপহার দিই, প্রতি বছর এবারো দেব।

কী কী উপহার পেয়েছেন?
প্রতি বছরই প্রিয়জনদের কাছ থেকে উপহার পেয়ে থাকি। এ বছরও হয়তো পাব।

ঈদের দিন ঘুরতে কেমন লাগে?
ঘুরতে আমি ভীষণ ভালোবাসি। পরিবার বন্ধু-বান্ধব নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে ভালো লাগে।

ঈদে আপনার কোনো চলচ্চিত্র মুক্তি পাচ্ছে?
এবারের ঈদে আমার অভিনীত ও জসিমউদ্দিন জাকির পরিচালিত ‘মায়া’ মুক্তি পাচ্ছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়