এমসিসিএইচএসএলে দুর্নীতির অভিযোগ

আগের সংবাদ

শ্রমবাজারে দুষ্ট চক্রের থাবা

পরের সংবাদ

এক খণ্ড ভূমি

প্রকাশিত: মার্চ ২৯, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ২৯, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

জলচর পাখি কিংবা বলাকা
এক ঝাঁক, অথবা
পতঙ্গ কোনো
তারও আছে আবাস।

এখানে ভালো না লাগলে
কিংবা উড়িয়ে দিলে কেউ
সহসা সাহসে চলে অন্যত্র
জলে তুলে টেউ।

পরিযায়ী পাখিও অসময়ে সীমানা ছাড়ায়
খুঁজে নেয় উষ্ণতা
আটকাতে পারে না কৃত্রিম তারকাঁটা
কিংবা কংক্রিট
অথবা আগ্নেয়াস্ত্রের কালো ধোঁয়া
উড়ে যায় স্বেচ্ছায়
লিখিত-অখিত চুক্তি মাড়ায়…

তাদের কিন্তু জাত-পাত যায় না,
হয় না সমাজ বিবর্জিত
আসে না কোনো বাধা,
চলে আপন সুর সাধা।

কন্যা, তোমার কিন্তু নেই
পায়ের নিচে এক খণ্ড ভূমি!
কেউ বলে না,
ভয় কীসের-
এখানে দাঁড়াও তুমি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়