মার্চের স্মৃতি

আগের সংবাদ

দুর্ঘটনারোধে নেই কার্যকর ব্যবস্থা : এসি রুমে বসে দুর্ঘটনা দেখেন কর্মকর্তারা > আলোর মুখ দেখে না তদন্ত প্রতিবেদন

পরের সংবাদ

একঝাঁক তারকার অর্ধডজন সিরিজ

প্রকাশিত: মার্চ ২৭, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ২৭, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন প্রতিবেদক : দেশের শোবিজ শহরে আসছে অর্ধডজন নতুন ওয়েব সিরিজ। গতকাল স্বাধীনতা দিবসে প্রকাশ্যে এসেছে সেই খবরের প্রথম ঝলক। সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্রিমিং প্ল্যাটফর্ম হইচইয়ের সাম্প্রতিক পোস্টগুলো বেশ জল্পনা ছড়িয়েছে দর্শকের মাঝে। অবশেষে খোলাসা হলো সেসব রহস্য। দর্শকরা আগেই ধারণা করছিলেন নতুন কিছু আসছে। মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, জয়া আহসান, পরীমনি, মেহজাবীন চৌধুরী, জিয়াউল ফারুক অপূর্বকে নিয়ে আসছে হইচইয়ের নতুন সিজন ‘গল্পের নতুন অধ্যায়’। ৯ মিনিট ১২ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করে হইচই দিয়েছে এ ঘোষণা। জানা গেছে, নতুন সিজনে আসছে ৬টি সিরিজ। এর মধ্যে একটি সিরিজে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে। নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী তাকে নিয়ে নির্মাণ করছেন ওয়েব সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’। প্রকাশিত ভিডিও হালকা গল্পের ইঙ্গিতও রয়েছে। যেখানে অভিনেতাকে দেখা যাবে মো. আব্বাস চরিত্রে। যে কিনা ৭ জেলায় ৭টি বিয়ে করে। এবং ৮ সংখ্যায় তার ভয়! কী সেই ভয়, এই রহস্য জিইয়ে রেখেছে হইচই। অভিনেতা চঞ্চল চৌধুরীকে দেখা যাবে ‘রুমিদ্য ব্লাইন্ড ডিটেক্টিভ’ সিরিজে। নির্মাণ করেছেন ভিকি জাহেদ। আসন্ন ঈদেই এটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। জয়া আহসানকে দেখা যাবে ‘জিম্মি’ নামের একটি সিরিজে। পরিচালনা করছেন আশফাক নিপুণ। রয়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরীও। তাকে নিয়ে ‘মিথ্যাবাদী’ নামে আরো একটি সিরিজ তৈরি করছেন নির্মাতা ভিকি জাহেদ। আলোচিত চিত্রনায়িকা পরীমনিকে নিয়ে নির্মাতা অনম বিশ্বাস বানাচ্ছেন ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’। অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বকে দেখা যাবে জনপ্রিয় সিরিজ ‘বুকের মধ্যে আগুন’-এর স্পিন-অফে। এর নাম ‘গোলাম মামুন’। এবার পরিচালনা করছেন শিহাব শাহীন। জানা গেছে, সিরিজগুলোতে ঘটছে ঢাকা ও কলকাতার অভিনয়শিল্পীদের মিলনমেলা। কোনো কোনো সিরিজের ইতোমধ্যে শুটিং সম্পন্ন। আবার কিছু সিরিজের শুটিং চলছে। কোনোটি রয়েছে শুটিংয়ের অপেক্ষায়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়