গাজীপুরে দেড় কেজি হেরোইনসহ গ্রেপ্তার ২

আগের সংবাদ

রাজধানীজুড়ে মশার রাজত্ব

পরের সংবাদ

বঙ্গবন্ধুর নেতৃত্বগুণে আমরা স্বাধীন রাষ্ট্র পেয়েছি : রাজউক চেয়ারম্যান

প্রকাশিত: মার্চ ১৯, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ১৯, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের অডিটোরিয়ামে গতকাল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিক ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাজউক চেয়ারম্যান (সচিব) মো. আনিছুর রহমান মিঞা বলেন, ইতিহাস যেমন নেতৃত্ব সৃষ্টি করে, নেতৃত্বও তেমনি ইতিহাস সৃষ্টি করে। জাতির পিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বগুণে আমরা পেয়েছি এক স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র। সভাপতির বক্তব্যে রাজউক সদস্য (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ খুরশীদ আলম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসাধারণ সাংগঠনিক দক্ষতার অধিকারী ছিলেন। তার সহনশীলতা, পরমতসহিষ্ণুতা এবং নমনীয়তা ছিল সাংগঠনিক দক্ষতার জন্য অপরিহার্য। তার ক্ষমা করার মানসিকতা, ঐক্য গড়ে তুলে অনুপ্রাণিত করার ক্ষমতা তাকে করেছে বিশ্বনন্দিত নেতা। এছাড়া আলোচনা সভায় উপস্থিত ছিলেন মোহাম্মদ নূরুল ইসলাম, সদস্য (এস্টেট ও ভূমি, রাজউক); মোহাম্মদ আব্দুল আহাদ, এনডিসি, সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ); মেজর ইঞ্জিনিয়ার সামসুদ্দীন আহমদ চৌধুরী (অব.), সদস্য (উন্নয়ন, রাজউক)সহ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়