রোগী মৃত্যুর ঘটনায় হাইকোর্টের তদন্ত কমিটি গঠন : ল্যাবএইড হাসপাতাল

আগের সংবাদ

জলদস্যুদের সাড়ার অপেক্ষা : জাহাজে খাবার আছে ২০-২৫ দিনের > অতীত অভিজ্ঞতায় জিম্মিদশা থেকে মুক্তির আশা

পরের সংবাদ

শেষ হলো বিটিভির বিতর্ক প্রতিযোগিতা

প্রকাশিত: মার্চ ১৩, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ১৩, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন প্রতিবেদক : জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতা বাংলাদেশ টেলিভিশনের ঐতিহ্যবাহী ও জনপ্রিয় অনুষ্ঠান।
দীর্ঘ ৪০ বছর ধরে বাংলাদেশ টেলিভিশন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে বাংলা ও ইংরেজি বিতর্ক ও প্রচার করে আসছে। জেনারেল ম্যানেজারের উদ্যোগে প্রায় ৪ বছর পরে ২০২৩ সালের জানুয়ারি থেকে স্কুল-কলেজ পর্যায়ে জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়।
স¤প্রতি বাংলাদেশ টেলিভিশনের ঢাকা কেন্দ্রের অডিটোরিয়ামে বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, বিশেষ
অতিথি ছিলেন ডাক ও যোগাযোগ বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান বিপিএএ।
চূড়ান্ত পর্বের আয়োজনে সভাপতিত্ব করেন বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক ড. মো. জাহাঙ্গীর আলম।
চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করে শহীদ বীরউত্তম লে. আনোয়ার গার্লস কলেজ, ঢাকা ও ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, রংপুর। চূড়ান্ত পর্বে বিজয়ী দল শহীদ বীরউত্তম লে. আনোয়ার গার্লস কলেজ, ঢাকা।
বিতর্ক প্রতিযোগিতার তত্ত্ব¡াবধানে ছিলেন বিটিভির জেনারেল ম্যানেজার মাহফুজা আক্তার। রুবাইয়াত রাকিবের গবেষণা ও নির্দেশনায় এটি প্রযোজনা করেন আল মামুন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়