পৃথিবীর মুক্তিকামী মানুষের জন্য ৭ মার্চের ভাষণ এখনো প্রাসঙ্গিক : সম্প্রীতি বাংলাদেশ আয়োজিত গোলটেবিলে বক্তারা

আগের সংবাদ

ময়মনসিংহে আবারো টিটু কুমিল্লায় সূচনার শুভ সূচনা : টিটু ১,২৭,০০০, হাসান ২৯,০০০ ভোট > সূচনা ৪৮,০০০, সাক্কু ২৬,০০০ ভোট

পরের সংবাদ

‘পাহাড় আমার বেশি পছন্দ’

প্রকাশিত: মার্চ ৯, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ৯, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

নিজেকে আবিষ্কারের অন্যতম মাধ্যম ভ্রমণ। সবাই ভ্রমণ করতে পছন্দ করে। আজ জানাব অভিনেতা মনোজ প্রামাণিকের ভ্রমণ নিয়ে নানা অভিজ্ঞতা। তার সঙ্গে কথা বলে জানাচ্ছেন সোহানুর রহমান

পছন্দের ভ্রমণের জায়গা?
কাজ ও কাজের ফাঁকে ভ্রমণ করা হয়। ভ্রমণ করতে আমি পছন্দ করি। সুযোগ পেলেই ভ্রমণ করার চেষ্টা করি। বিভিন্ন দেশে ঘুরতে ও তাদের সংস্কৃতির সঙ্গে মিশতে ভালো লাগে।

ভ্রমণের বিশেষ স্মৃতি?
ভ্রমণের বিশেষ স্মৃতি তো কমবেশি সব ভ্রমণেই হয়। সর্বশেষ যেহেতু ভ্রমণ করেছি বান্দরবানে। সেখানে গিয়ে বন্ধুদের বাড়িতে ছিলাম এবং তাদের সঙ্গে তাদের উৎসবে অংশ নিয়েছি। পাশাপাশি তাদের খাবারও খেয়েছি। এটা আমার কাছে বিশেষ এক স্মৃতি।

পছন্দের ভ্রমণসঙ্গী?
ভ্রমণসঙ্গী হিসেবে আমার নির্দিষ্ট কেউ নেই। যে জানতে পছন্দ করে এবং পৃথিবীটা দেখতে পছন্দ করে এমন ভ্রমণসঙ্গী পছন্দ করি।
পাহাড় নাকি সমুদ্র কোনটা
বেশি পছন্দ?
পাহাড় ও সমুদ্র দুটোই আমার পছন্দ। যদি একক পছন্দের কথা বলি তবে অবশ্যই সেটা হবে পাহাড়।

কেন ভ্রমণ করা উচিত?
কথায় আছে একটা বই পড়া অনেকগুলো ভ্রমণের সমান এবং একটা ভ্রমণ করা মানে অনেক বই পড়ার সমান। আমি জীবনটাকেই একটা ভ্রমণ মনে করি। জীবনের মানেই দেখে যাওয়া, তাই জীবনকে উপভোগ করতে ভ্রমণ করা উচিত।

সুযোগ পেলে যেখানে যেতে চান?
সুযোগ পেলে পৃথিবীর সবকিছুই দেখার ইচ্ছে আছে। তবে বিশেষ কিছু মাথায় ঢুকেছে তার মধ্যে হলো আরোরা। যেখানে আরোরা দেখা যায় সেখানেই যেতে চাই।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়