পৃথিবীর মুক্তিকামী মানুষের জন্য ৭ মার্চের ভাষণ এখনো প্রাসঙ্গিক : সম্প্রীতি বাংলাদেশ আয়োজিত গোলটেবিলে বক্তারা

আগের সংবাদ

ময়মনসিংহে আবারো টিটু কুমিল্লায় সূচনার শুভ সূচনা : টিটু ১,২৭,০০০, হাসান ২৯,০০০ ভোট > সূচনা ৪৮,০০০, সাক্কু ২৬,০০০ ভোট

পরের সংবাদ

নেপাল উৎসবে দেশের ৩ সিনেমা

প্রকাশিত: মার্চ ৯, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ৯, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

নেপালের রাজধানী কাঠমান্ডুতে বসছে জাঁকজমকপূর্ণ চলচ্চিত্র উৎসব। সপ্তমবারের মতো এটির আয়োজন করেছে নেপাল ফিল্ম অ্যান্ড কালচারাল একাডেমি। আগামী ১৪ মার্চ থেকে শুরু হয়ে নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৪ চলবে ১৮ মার্চ পর্যন্ত। নেপালের মর্যাদাপূর্ণ এ আসরে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছে তিন নির্মাতার তিনটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। জানা গেছে, ৬ ক্যাটাগরিতে ৪০ দেশের মোট ৮৮টি সিনেমা অংশ নিচ্ছে এবারের উৎসবে। এবার প্রতিযোগিতামূলক বর্ণিল এ উৎসবে বাংলাদেশ থেকে সুপিন বর্মনের ‘অ্যা লেটার অব পোস্টমাস্টার’, শায়লা রহমান তিথির ‘জয় বাংলা’ এবং আরাফাত মোহসীনের ‘এভরিথিং ইজ নাথিং’ মনোনয়ন পেয়েছে। চলচ্চিত্র তিনটি ‘ইন্টারন্যাশনাল শর্টস’ বিভাগে প্রদর্শিত হবে। জানা যায়, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত ছোটগল্প ‘পোস্টমাস্টার’র কেন্দ্রীয় চরিত্র রতনকে কেন্দ্র করে নিরীক্ষাধর্মী এক মনস্তাত্ত্বিক গল্প নিয়ে নির্মিত হয়েছে সুপিন বর্মনের ‘অ্যা লেটার অব পোস্টমাস্টার’ সিনেমাটি। উৎসবের তৃতীয় দিন ১৬ মার্চ বেলা ১১টায় রাজধানীর থামেল কিউএফএক্স ছায়া সেন্টার এবং পাঠানের কিউএফএক্স লাবিম মলে বেলা ১১টায় প্রদর্শিত হবে সিনেমাটি। এতে অভিনয় করেছেন রিয়া মোহন্ত, বিধান রায়, সাদেকুর রহমান সুজন, খলিলুর রহমান চৌধুরী প্রমুখ। অপরদিকে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র শায়লা রহমান তিথি নির্মিত জয় বাংলা চলচ্চিত্রটি একই স্থানে উৎসবের চতুর্থ দিন ১৭ মার্চ বিকাল ৪টায় প্রদর্শিত হবে। সিনেমাটির সংলাপ ও চিত্রনাট্য করেছেন সাজিন আহমেদ বাবু। এতে অভিনয় করেছেন তারিক আনাম খান, ফারজানা চুমকিসহ আরো অনেকে। আরাফাত মোহসীনের সংলাপবিহীন চলচ্চিত্র ‘এভরিথিং ইজ নাথিং’ প্রদর্শিত হবে উৎসবের শেষ দিন ১৮ মার্চ দুপুর ১টা ৩০ মিনিটে। আয়োজক সূত্রে জানা গেছে, এবার উৎসবের জুরি প্রধান হিসেবে থাকছেন চীনের বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা ফেই সিয়েহ।

:: মেলা প্রতিবেদক

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়