পৃথিবীর মুক্তিকামী মানুষের জন্য ৭ মার্চের ভাষণ এখনো প্রাসঙ্গিক : সম্প্রীতি বাংলাদেশ আয়োজিত গোলটেবিলে বক্তারা

আগের সংবাদ

ময়মনসিংহে আবারো টিটু কুমিল্লায় সূচনার শুভ সূচনা : টিটু ১,২৭,০০০, হাসান ২৯,০০০ ভোট > সূচনা ৪৮,০০০, সাক্কু ২৬,০০০ ভোট

পরের সংবাদ

আহমেদ রুবেল স্মরণে সিনেমা

প্রকাশিত: মার্চ ৯, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ৯, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

‘পেয়ারার সুবাস’র প্রিমিয়ার শো দেখতে গিয়ে গত ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় প্রয়াত হন এই সিনেমার অভিনেতা আহমেদ রুবেল। এরপর ৯ ফেব্রুয়ারি দেশব্যাপী মুক্তি পায় সিনেমাটি। আসছে ঈদে মুক্তি পেতে যাচ্ছে আহমেদ রুবেল অভিনীত আরেক সিনেমা ‘মোনা : জ্বীন-২’। এই সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই সিনেমাটিও প্রয়াত অভিনেতাকে উৎসর্গ করা হয়েছে। গত বৃহস্পতিবার বিষয়টির আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়। প্রতিষ্ঠানটির ফেসবুকে আহমেদ রুবেলের ছবি দিয়ে একটি পোস্টার বানিয়ে শেয়ার করা হয়, পাশাপাশি উক্ত ঘোষণা দেওয়া হয়। জাজের পক্ষ থেকে এ বিষয়ে বলা হয়েছে, ‘মোনা : জ্বীন-২’ সিনেমাটি অভিনেতা আহমেদ রুবেলকে উৎসর্গ করা হয়েছে। এই সিনেমাতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আহমেদ রুবেল। এটাই আহমেদ রুবেলের শেষ সিনেমা। আহমেদ রুবেল একজন শক্তিমান অভিনেতা ছিলেন। নিজের শেষ সিনেমাতেও সেই স্বাক্ষর রেখেছেন তিনি। জাজের ভাষ্য, উনি (আহমেদ রুবেল) যে অত্যন্ত শক্তিশালী অভিনেতা মোনা : জ্বীন-২-তেও তার স্বাক্ষর রেখে গেছেন। সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে মোনার চিত্রনাট্য। জামালপুরে এক বাড়িতে জিনের উৎপাত। ফলে বাড়ির মালিক নিজ বাড়ি ছেড়ে মাদ্রাসাকে ভাড়া দেন। কিন্তু মাদ্রাসার ছাত্র ও শিক্ষক জিনের উৎপাতে সেই বাড়ি ছেড়ে দেয়। জিন কেন উৎপাত করছে? সে কী চায়? সে কি কারো ক্ষতি করছে? এসব প্রশ্ন সামনে রেখে এগিয়েছে মোনার গল্প। সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করেছেন সুপ্রভাত। আরও আছেন তারিক আনাম খান, আহমেদ রুবেল, দীপা খন্দকার, আরিয়ানা, সাজ্জাদ হোসেন, সামিনা বাসার, শেহজাদ ওমর, রেবেকা, মাহমুদুল হাসান মিঠু, শামীম প্রমুখ।

:: মেলা প্রতিবেদক

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়