বেইলি রোডের অগ্নিকাণ্ডের ঘটনায় জাবি উপাচার্যের শোক প্রকাশ

আগের সংবাদ

অগ্নিকাণ্ডের দায় সাত সংস্থার : দায়ী কর্মকর্তা ও ভবন মালিককে আসামি করতে হবে, টাস্কফোর্সে বিশেষজ্ঞদের রাখার সুপারিশ

পরের সংবাদ

নারী দিবসে ওটিটিতে ‘ক্রিমিনালস’

প্রকাশিত: মার্চ ৫, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ৫, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন প্রতিবেদক : এমএলএম প্রতারণা এবং প্রতারকদের পাকড়াও করার গল্প নিয়ে নারী দিবসে মুক্তি পাচ্ছে ক্রাইম থ্রিলার ‘ক্রিমিনালস’। তিনজন নারীকে ঠকিয়ে তাদের টাকা হাতিয়ে নেয়ার ঘটনা আর টাকা উদ্ধারে সেই নারীদের সংগ্রামের গল্প সিনেমায় তুলে ধরা হয়েছে। আগামী ৮ মার্চ ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে দেখা যাবে এই ওয়েব সিনেমা। আলফা আই স্টুডিও লিমিটেডের প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন ফরহাদ আহমেদ। এ সিনেমায় অভিনয় করেছেন তানজিকা আমিন, চমক, নীল হুরের জাহান, আবু হুরায়রা তানভীর, ইরফান সাজ্জাদ ও শাহরিয়ার রানা। তিনজন নারীকে ঠকিয়ে তাদের টাকা হাতিয়ে নেয়ার ঘটনা আর টাকা উদ্ধারে সেই নারীদের সংগ্রামের গল্প সিনেমায় তুলে ধরা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রী চুমকি আক্তার, গৃহিণী নীলা বোস আর কর্মজীবী নারী বীথি রহমানকে নিয়ে এ সিনেমার গল্প। একটি শহরের তিনপ্রান্তে থাকা তিন বয়সি নারী একত্রিত হন একটি অভিন্ন লক্ষ্য অর্জন করতে। ব্যক্তিজীবনের সমস্যা একদিকে যেমন আঁকড়ে ধরেছে তাদের বর্তমান পদক্ষেপ; তেমনই লক্ষ্য অর্জিত না হলে তাদের ভবিষ্যৎও হয়ে পড়বে অনিশ্চিত। যে লক্ষ্য অর্জন করতে তাদের ভাঙতে হয় আইন। দারুণ দোলাচলের ভেতর তারা হয়ে ওঠে একটা টিম। ধ্বংস করতে নামে এমন একটা বড় শক্তিকে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়