সব মামলায় জামিন : জহির উদ্দিন স্বপনের মুক্তিতে বাধা নেই

আগের সংবাদ

বিভীষিকাময় এই মৃত্যুর দায় কার : ভবন ঝুঁকিপূর্ণ জানিয়ে মালিককে তিনবার নোটিস দেয় ফায়ার সার্ভিস, রেস্টুরেন্ট কিংবা দোকানের অনুমোদন ছিল না

পরের সংবাদ

সময়ের আয়োজন

প্রকাশিত: মার্চ ১, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ১, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

প্রিয়জন আর প্রয়োজন সবই সময়ের আয়োজন।
যৌবনে আগন্তুক, চলে আবহমান দিগন্তে।
শুরুতে একা, মাঝপথে প্রিয়জন
সময়ের শেষে জীবন হয় নীরব-নির্জন।
কষ্টের ছায়া, কাটে না কোনো
মায়া।
একাকীই লড়ে
দেনা-পাওনার হিসাব নিজেই গড়ে।
অসহ্য-যন্ত্রণা সময় কাটে না,
হিসাবের অংক মোটেই মিলে না।
নীরব চোখে তাকিয়ে দেখে শুধুই অন্ধকার,
মনের ভেতর দুমড়ে মুচড়ে করে হাহাকার।
অসহায়ত্বের এই বেদনা
কেউ বুঝেনা!
এই মনের যাতনা।
নিজের ভিতর নিজেই কাঁদে
অতীত নিয়ে অনুশোচনায় ভোগে।
প্রহর গুনে, অবহেলার জীবনে
মুক্তির আবেদন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়