সব মামলায় জামিন : জহির উদ্দিন স্বপনের মুক্তিতে বাধা নেই

আগের সংবাদ

বিভীষিকাময় এই মৃত্যুর দায় কার : ভবন ঝুঁকিপূর্ণ জানিয়ে মালিককে তিনবার নোটিস দেয় ফায়ার সার্ভিস, রেস্টুরেন্ট কিংবা দোকানের অনুমোদন ছিল না

পরের সংবাদ

ফাগুন আসে ফাগুন যায়

প্রকাশিত: মার্চ ১, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ১, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

প্রভাতের স্নীগ্ধ বাতাসে আজ ফাল্গুনের গুন গুন,
ফুলে ফুলে জ্বলে আগুন, এসেছে পহেলা ফাগুন।
হলদে গাঁধা পলাশ শিমুল, কৃষ্ণচূড়া কনকচাঁপা ফুল।
প্রিয়ার খোপায় বসন্তের ফুল, উত্তাল আজ নদীর কুল।

কোকিল কণ্ঠে সুর ছড়িয়ে আজ বহুদূর ভেসে আসে
স্মৃতির পাতায় বেদনা, বিচ্ছেদের কালো মেঘে ভাসে।
ফাগুন আসে-যায়, ষড়ঋতুতে বাধা তার নীতি,
ক্লান্ত হৃদয়ে আহাজারির মাঝে আমার দুঃখের স্মৃতি।

মিছে সম্পর্কের সেতু, অশ্রæচোখে স্বপ্ন আসে,
মনের আকাশে কুয়াশায় কালো মেঘ ভাসে।
‘আগুন জ্বলে দিবানিশি আগুন জ্বলে কই
ফুল ফোটানো ফাগুন দিনে নষ্ট যদি হই’

বুকের ভেতর আগুন জ্বলে বাড়ে দীঘশ্বাস,
ভাঙ্গা মন আজ কেঁদে বেড়ায় হারায়ে বিশ্বাস।
আজ বসন্তের দিনে, বসন্তের গানে, স্বপ্ন সাজাই,
দুঃখগুলো ভুলে গিয়ে তবে, বসন্তের বাঁশি বাজাই।
বসন্তের ফুল ফুটক সব হৃদয়ে বাজনা বাজুক,
লাজুক লতায়, প্রিয়ার পায়ে রক্ত করবী সাজুক।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়