সব মামলায় জামিন : জহির উদ্দিন স্বপনের মুক্তিতে বাধা নেই

আগের সংবাদ

বিভীষিকাময় এই মৃত্যুর দায় কার : ভবন ঝুঁকিপূর্ণ জানিয়ে মালিককে তিনবার নোটিস দেয় ফায়ার সার্ভিস, রেস্টুরেন্ট কিংবা দোকানের অনুমোদন ছিল না

পরের সংবাদ

ঘুমহীন রাতের পদাবলি

প্রকাশিত: মার্চ ১, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ১, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

মাঝে মাঝে ঘুমেরা একদম পলাতক
ফেরারী আসামি যেন।

ভয়ংকর নিষ্ঠুরতায় আকাক্সক্ষারা ক্রমশ চূর্ণ হয়
অতীত রক্তাক্ত করে হৃদয়, ভবিষ্যৎ প্রসারিত হয়…
তবুও নিসর্গের আবাসভূমিতে সুহাসিনী যুবতী- বালিকার আবাদ করি
বুকের গহীনে লুকোনো মুঠো মুঠো দুঃখের বীজ নিয়ে।
আশাবাদী হয়ে ওঠে মন- একদিন অংকুর উদগমিত হয়ে পল্লবিত হবে
ক্রমশ কুঁড়ি থেকে পুষ্প হয়ে বিছায়ে দেবে পাঁপড়ি
তার ঘ্রাণ, তার সফেদ বিছানা
আমার, শুধুই আমার!
এমন সব অদ্ভুত কল্পনায় আবিষ্ট মন
ঘুম কেড়ে নেয়- করে অশুদ্ধ ব্যভিচার

আমিতো জানি- লাভলির ভালোবাসা আজ
ঝাউবনের দূর-সঙ্গীতের মতন ম্রিয়মাণ।
তারপরও কার অপেক্ষায় এই আমি
অদ্ভুত আচরণে করি রেলিং থেকে ঘরময় অনন্ত পায়চারি?
কার?
কার অপেক্ষায়?

ঘণ্টাধ্বনি বেজেই চলে দূর-শব্দের মতো
পানাক্ষেতের বিরহী ডাহুকের সুরে,
অপেক্ষমাণ ট্রেন হুইসেল বাজায়-
কোথায় যাবে সে
পাহাড়পুর, নাকি হৃদয়পুরে?
এ রকম সব অদ্ভুত ভাবনায় ঘুমেরা একদম পলাতক
ফেরারী আসামি যেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়