রাজধানীতে বাইক দুর্ঘটনায় নিহত ৩

আগের সংবাদ

‘কোটা’ নিয়ে কূটকৌশল

পরের সংবাদ

নিওম শহরে সৌদি অভিজাতদের নতুন গন্তব্য

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ফেব্রুয়ারি ২৫, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

সৌদি আরবের পরিকল্পিত এক শহর নিওম। উত্তর-পশ্চিম তাবুক প্রদেশে প্রায় সাড়ে ২৬ হাজার বর্গকিলোমিটারের এই অঞ্চলটির অবস্থান আকাবা উপসাগরের কোলে। শহরটিতে চালু হচ্ছে বিচ ক্লাব ‘জায়নর’। জায়নর ছাড়াও নিওমে একগুচ্ছ পর্যটন ও বিনোদন কেন্দ্রের পরিকল্পনা করেছে কর্তৃপক্ষ। এক বিবৃতিতে নিওম কর্তৃপক্ষ জানিয়েছে, ক্লাবটি শুধু সদস্যরা ব্যবহার করতে পারবেন। এরই মধ্যে প্রকাশ্যে এসেছে স্থাপনার ছবি। এতে উপসাগরীয় মনোরম দৃশ্যের মাঝে ক্লাবের স্থাপত্যশৈলী বিশেষভাবে নজর কাড়ছে। বিবৃতিতে আরো বলা হয়েছে, অবসর, বিনোদন ও সামাজিক পরিবেশ উপভোগের মনোরম সুবিধা দেবে জায়নর। প্রবেশদ্বার থেকে স্থাপনার অন্যান্য অংশে থাকছে শ্বাসরুদ্ধকর আয়োজন, যার বেশির ভাগ অংশই সাজানো হয়েছে সবুজ গাছপালায়। সুনিবিড় প্রাকৃতিক পরিবেশের আমেজ দেয়া প্রধান সড়কটি সমুদ্র সৈকত পর্যন্ত বিস্তৃত। ক্লাবে থাকছে প্রাইভেট পুল, বিচ সাইড লাউঞ্জ, গুরমিট ডাইনিং, বিনোদন কেন্দ্র, বিলাসবহুল স্পা ও নিরাময় কেন্দ্রসহ বিভিন্ন ধরনের সেবা। এছাড়া ফ্যাশন ও শিল্পপণ্যের সঙ্গে থাকছে বিশেষ লাউঞ্জ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়