জবির নতুন প্রক্টর ড. জাহাঙ্গীর হোসেন

আগের সংবাদ

শেখ হাসিনার ইউরোপ জয় : মিউনিখ সফর > সরকার প্রধানদের অভিনন্দনে সিক্ত > শেখ হাসিনাকে ঘিরেই সবার আগ্রহ > বক্তব্যে যুদ্ধবিরোধী বার্তা প্রসংশিত

পরের সংবাদ

ক্লাব পরিচিতি : অ্যাস্টন ভিলা

প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ফেব্রুয়ারি ২০, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

অ্যাস্টন ভিলে এবারের প্রিমিয়ার লিগে ২৩টি ম্যাচ খেলেছে তারা। এর মধ্যে ১৪টি ম্যাচে জয়, ৫টি হার এবং ৪টি ড্রয়ে ৪৬ পয়েন্ট নিয়ে টেবিলে তাদের অবস্থান চারে। সাধারণভাবে ‘ভিলা’ নামে অধিক পরিচিত অ্যাস্টন ভিলা ফুটবল ক্লাব ইংল্যান্ডের বার্মিংহামের অ্যাস্টন শহরের একটি পেশাদার ফুটবল ক্লাব। ১৮৭৪ সালে প্রতিষ্ঠিত ক্লাবটি ইংলিশ ফুটবল লিগ সিস্টেমের শীর্ষ স্তর প্রিমিয়ার লিগে প্রতিদ্ব›িদ্বতা করে। দলটি ১৮৯৭ সাল থেকে তাদের হোম গ্রাউন্ড ভিলা পার্কে খেলেছে। অ্যাস্টন ভিলা ইংল্যান্ডের প্রাচীনতম এবং সবচেয়ে সফল ক্লাবগুলোর মধ্যে একটি।, ফুটবল লিগ প্রথম বিভাগে সাতবার, এফএ কাপ সাতবার, লিগ কাপ পাঁচবার জিতেছে। ইউরোপিয়ান কাপ এবং ইউরোপিয়ান সুপার কাপ জিতেছে একবার। অ্যাস্টন ভিলা ১৮৮০’র দশক থেকে একটি নেতৃস্থানীয় ইংলিশ ক্লাব ছিল। যখন এর দল আধুনিক পাসিং গেমের অগ্রগামী ছিল। ১৮৮৫ সালে খেলাধুলার পেশাদারিত্বের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে ক্লাবটি প্রভাবশালী ছিল এবং ক্লাবটির পরিচালক ছিলেন উইলিয়াম ম্যাকগ্রেগর। যিনি ১৮৮৮ সালে বিশ্বের প্রথম ফুটবল লিগ প্রতিষ্ঠা করেন। ক্লাবটির বর্তমান মালিকানা ‘ভি স্পোর্টস’ নামে একটি কোম্পানি। বর্তমানে নানা তারকা ফুটবলার ক্লাবটির হয়ে খেলছেন। গোলকিপার হিসেবে রয়েছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা এমিলিয়ানো মার্টিনেজ। ডিফেন্ডার হিসেবে খেলছেন পোল্যান্ডের ম্যাটি
ক্যাশ, ব্রাজিলের দিয়াগো কারলোস, ইংল্যান্ডের এজরি কোনজার মতো ফুটবলাররা।

:: কাগজ ডেস্ক

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়