গ্রেপ্তার ২ : স্বামী দ্বিতীয় বিয়ে করায় ক্ষোভে সতীনকে হত্যা

আগের সংবাদ

ভোরের কাগজের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী : গণমাধ্যমের চ্যালেঞ্জ

পরের সংবাদ

মিমিকে নিয়ে শোরগোল

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ফেব্রুয়ারি ১৪, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন ডেস্ক : সদ্য ৩৫-এ পা দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী, গায়ক এবং রাজনীতিবিদ মিমি চক্রবর্তী। জন্মদিন উদযাপন শেষ হতেই বড় সিদ্ধান্ত নিলেন তৃণমূলের তারকা সাংসদ। ভারতের লোকসভা ভোটের ঠিক আগে যাদবপুরের ‘জনপ্রতিনিধি’ রোগী কল্যাণ সমিতির চেয়ারপারসনের পদ ছাড়লেন। যা নিয়ে শোরগোল রাজ্য-রাজনীতির অন্দরে। কেন এই সরকারি পদ থেকে সরে দাঁড়ালেন মিমি, তা স্পষ্ট নয়। ভারতের পশ্চিমবঙ্গের নলমুড়ি আর জিরানগাছা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের রোগী কল্যাণ সমিতির চেয়ারপারসনে ছিলেন সাংসদ মিমি। ইতোমধ্যেই ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন মিমি। সেখানে লেখা আছে, ‘২০১৯ থেকে ২৪ পর্যন্ত আমার সাংসদ পদের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। আপনাদের যে সমর্থন আমি পেয়েছি, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি চেয়ারপারসন হিসেবে চিকিৎসক, নার্স এবং সর্বোপরি রোগীদের কল্যাণার্থে কাজ করার সর্বোচ্চ চেষ্টা করেছি।’ ২০১৯ সালে তৃণমূলের টিকেটে যাদবপুর থেকে বিপুল ভোটে জয়ী হয়েছিলেন মিমি। প্রায় ২ লাখ ২২ হাজার ৪৯৯ ভোটে জিতেছিলেন নায়িকা। কিন্তু মিমি সাংসদ হিসেবে পাঁচ বছরে কতটা সফল- সে নিয়ে বিতর্ক রয়েছে। উল্লেখ্য, মিমিকে পর্দায় শেষ দেখা গিয়েছে শিবপ্রসাদ-নন্দিতার ‘রক্তবীজ’ ছবিতে। গত বছরই মুক্তি পেয়েছে মিমি অভিনীত প্রথম হিন্দি ছবি ‘শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী’। পোস্ত-র হিন্দি রিমেক এই ছবি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়