যাত্রাবাড়ীতে যুবকের লাশ উদ্ধার

আগের সংবাদ

ব্যাংক খাতে কেন্দ্রীয় ব্যাংকের রেকর্ড তারল্য সহায়তা

পরের সংবাদ

স্মার্টওয়াচ নিরাপদ রাখার উপায়

প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২৮, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

প্রযুক্তিবিদদের মতে, স্মার্টফোনের বিকল্প হিসেবে জায়গা করে নিচ্ছে স্মার্টওয়াচ। কেননা বর্তমানে স্মার্ট এ ওয়্যারেবল ডিভাইসের মাধ্যমে স্মার্টওয়াচের অনেক কাজই করা যাচ্ছে। কল, মেসেজিং থেকে শুরু করে স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন ফিচার সুবিধা দিলেও এখানেও হ্যাকারদের নজর রয়েছে। অনেকের মতে, কম দামি স্মার্টওয়াচে সাইবার হামলার ঝুঁকি সবচেয়ে বেশি। তবে প্রযুক্তিবিদরা জানান, অ্যাপলের দামি ওয়াচেও সাইবার হামলা হতে পারে। স্মার্টওয়াচ সাধারণত ব্লæটুথ লো এনার্জি নামে একটি প্রযুক্তির মাধ্যমে স্মার্টফোনের সঙ্গে যুক্ত হয়। এ প্রযুক্তি তথ্য আদান-প্রদানের জন্য বিভিন্ন চ্যানেল ব্যবহার করে। ব্লæটুথ ও ব্লæটুথ লো এনার্জির মধ্যে প্রধান পার্থক্য হলো যে এটি নিয়মিত তুলনায় কম শক্তি ব্যবহার করে। ফলে হ্যাক হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সাইবার হামলা থেকে সুরক্ষায় বেশকিছু বিষয় খেয়াল করতে হবে। যদি মনে হয় স্মার্টওয়াচের চার্জ আগের তুলনায় কম থাকছে তাহলে সতর্ক হতে হবে। স্মার্টওয়াচগুলো অ্যাপকেন্দ্রিক। বিভিন্ন কন্ট্রোলার অ্যাপ দ্বারা কাজ করে। ফলে হ্যাকাররা অ্যাপগুলো হ্যাক করে নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে। নতুন কোনো স্মার্টওয়াচ কেনার আগে এর সম্পর্কে তথ্য যাচাই করতে হবে। নন-ব্র্যান্ডের স্মার্টওয়াচ না কেনাই ভালো। এতে নিরাপত্তা ফিচার কম থাকে ও হ্যাক হওয়ার সম্ভাবনাও বেশি। ডিভাইসের ফার্মওয়্যার আপডেট রাখতে হবে। অজানা ওয়েবসাইট থেকে অ্যাপ ডাউনলোড করা যাবে না। ওয়াই-ফাই ফিচার থাকলে পাবলিক ওয়াইফাইয়ে যুক্ত হওয়া যাবে না। সূত্র: গিজমোচায়না

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়