সপ্তম শ্রেণির পাঠ্যবই থেকে শরীফার গল্প বাদ দিতে নোটিস

আগের সংবাদ

লাল-সবুজ পতাকা হাতে সমাবেশ করবে আ.লীগ

পরের সংবাদ

‘দম ফুরালেই ঠুস’

প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২৭, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

আজ রাত ৯টায় বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে নাটক ‘দম ফুরালেই ঠুস’। লিটু সাখাওয়াতের রচনায় এটি প্রযোজনা করেছেন শাহজামান মিয়া। অভিনয় করেছেন মনির আহমেদ শিমুল, রিমি করিম, মাইশা, আশরাফুল আশিক ও আদিত্য আলম। নাটকের গল্পে দেখা যাবে- নজর মিয়া প্রায় ২শ বছর আগে মারা গেছে। তার রেখে যাওয়া সম্পদ ভোগ করছে তারই ছোট ছেলের পোতা শামীম। শামীম লোক ঠকিয়ে জোর-জবরদস্তি করে অন্যের সম্পদ নিজের করে নিয়েছে। একদিন আচমকা তার বাড়িতে হাজির হয় নজর মিয়া। মৃত লোককে ২শ বছর পর জীবিত দেখে অবাক হয়ে যায় তার পরিবারের সবাই। নজর মিয়া জমির দলিল আর কাগজপত্র নিয়ে সম্পদের দাবি করতে থাকে। এদিকে শামীম কিছুতেই তা বিশ্বাস করতে পারে না। শামীম রাতে ঘুমের মধ্যে ভৌতিক আওয়াজ শুনতে পায়। পরক্ষণেই উঠানে এসে সে নজর মিয়াকে দাঁড়িয়ে থাকতে দেখে। হঠাৎ শামীম বুঝতে পারে এতক্ষণ ঘুমের মধ্যে সে স্বপ্নে বিভোর ছিল। আসলে নজর মিয়া বলে বাস্তবে কেউ নেই। সে সিদ্ধান্ত নেয় পরদিনই জোর করে দখলে ও ঠকিয়ে নেয়া সব সম্পদ ফেরত দেবে। অবশেষে শামীম অনুধাবন করে মানুষ মারা গেলে কবরে কিছুই নিয়ে যেতে পারে না।

:: মেলা প্রতিবেদক

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়