মতবিনিময় সভায় বক্তারা : পলিসি তৈরিতে যুবদের সম্পৃক্ত করতে হবে

আগের সংবাদ

তিন কারণে দলীয় প্রতীক রাখছে না আওয়ামী লীগ

পরের সংবাদ

ঢাকায় অঞ্জন দত্তের ‘চালচিত্র এখন’

প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২৩, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন প্রতিবেদক : শনিবার পর্দা উঠল দ্বাবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। দেশ-বিদেশের তারকাদের উপস্থিতিতে শুরুর দিন থেকেই জমে উঠেছে দেশের সবচেয়ে বড় এই চলচ্চিত্র উৎসব। এবার উৎসবে দেখানো হচ্ছে ৭৪টি দেশের ২৭২টি সিনেমা। উৎসবে এশিয়ান কম্পিটিশিন বিভাগে এবার আছে ১৫টি সিনেমা। এর মধ্যে আছে বাংলা ছবির কিংবদন্তি নির্মাতা মৃণাল সেনকে উৎসর্গ করে নির্মিত ভারতীয় ছবি ‘চালচিত্র এখন’। অঞ্জন দত্ত পরিচালিত এই ছবিটি ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দুটি প্রদর্শনী দেখতে পারবেন দর্শক। এর মধ্যে আজ বিকাল সাড়ে ৪টায় উৎসবের অন্যতম ভেন্যু আলিয়ঁস ফ্রঁসেজে দেখা যাবে ‘চালচিত্র এখন’-এর প্রথম শো। তবে ২৬ জানুয়ারি বিকাল ৫টায় উৎসবের মূল ভেন্যু জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে ছবির দ্বিতীয় শো দেখতে পারবেন দর্শক। উৎসব আয়োজকরা জানিয়েছেন, ২৬ জানুয়ারি ‘চালচিত্র এখন’-এর শোতে দর্শকদের সঙ্গে বসে সিনেমাটি উপভোগ করবেন অঞ্জন নিজেও। উত্তর দেবেন দর্শকের করা প্রশ্নেরও। ১৯৮১ সালে মৃণাল সেনের নির্দেশনায় বড় পর্দায় মুক্তি পেয়েছিল কালজয়ী ছবি ‘চালচিত্র’। সেই ছবিতে অভিনয় করেছিলেন খোদ অঞ্জন দত্ত। রিয়েল লাইফে মৃণাল সেনের সঙ্গে তার সম্পর্কটাকেই দর্শকের সামনে তুলে ধরার এক অনন্য প্রয়াস অঞ্জন দত্তের ‘চালচিত্র এখন’।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়