মতবিনিময় সভায় বক্তারা : পলিসি তৈরিতে যুবদের সম্পৃক্ত করতে হবে

আগের সংবাদ

তিন কারণে দলীয় প্রতীক রাখছে না আওয়ামী লীগ

পরের সংবাদ

অযোধ্যায় ডাক পেলেন না দীপিকা

প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২৩, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন ডেস্ক : গতকাল অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের অনুষ্ঠান হয়ে গেল। সেই অনুষ্ঠানে যোগ দিতে সারাদেশ থেকে হাজার হাজার ভক্ত উপস্থিত হয়েছেন অযোধ্যায়। সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে উদ্গ্রীব বলিউডের তারকারাও। উপস্থিতির ছিলেন অমিতাভ বচ্চন, কঙ্গনা রানাউত, রজনীকান্ত, চিরঞ্জীবী, অনুপম খেরের মতো তারকারা, তেমন রয়েছেন আলিয়া ভাট, রণবীর কপুর, ভিকি কৌশল, ক্যাটরিনা কাইফও। কিন্তু কোন অপরাধে অযোধ্যায় ডাক পেলেন না এই মুহূর্তের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। অস্কারের মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করেছেন। একাধিক আন্তর্জাতিক ব্র্যান্ডের প্রচার-দূত তিনি। সিনেমায় তার কৃতিত্ব নেহাত কম নয়। তবু রামমন্দির উদ্বোধনে আলিয়া-ক্যাটরিনা-কঙ্গনারা গেলেন, অথচ বাড়িতে বসে রইলেন দীপিকা। নিজে সাবধানী হলেও অভিনেত্রীর কিছু পদক্ষেপে নাকি রুষ্ট হয়েছেন গেরুয়া শিবির। দীপিকাকে নিয়ে গেরুয়া শিবিরের রাগের কারণ, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ওপর এবিভিপির হামলার সময় তাদের প্রাক্তনী ও শিক্ষক সংগঠনের ডাকা প্রতিবাদ সভায় হাজির ছিলেন দীপিকা। সেখানে ছাত্র সংসদের আহত নেত্রী ঐশী ঘোষসহ প্রতিবাদী ছাত্রছাত্রীরাও ছিলেন। ছিলেন কানহাইয়া কুমার। কানহাইয়া যখন আজাদির স্লোগান তুলছিলেন, তাদের সবার পাশেই দাঁড়িয়েছিলেন দীপিকা। কোনো বক্তৃতা দেননি, শুধুই পাশে থাকার বার্তা দিয়েছিলেন অভিনেত্রী। তার আগেও হিন্দু সংগঠন ও গেরুয়া শিবিরের রোষের মুখে পড়েন তিনি ‘পদ্মাবত’ ছবির সময়। সেই সময় করণী সেনা তার নাক কেটে নেয়ার হুমকি দেয়া হয়েছিল। তার ছবি বয়কটের ডাক দেয়া হয়েছিল সেবারও। স চুপ ছিলেন দীপিকা। এবার রামমন্দির উদ্বোধন আদৌ ডাক পেয়েছেন কিনা, সেই বিষয়েও মৌনতাই বজায় রেখেছেন। তবে রামলালার ‘প্রাণপ্রতিষ্ঠা’র মুহূর্তে ছোট্ট একটি প্রদীপ জ্বালালেন বাড়িতেই।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়