শেখ হাসিনাকে জাতিসংঘ মহাসচিবের অভিনন্দন

আগের সংবাদ

সিন্ডিকেটের বিরুদ্ধে কড়া বার্তা

পরের সংবাদ

কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাবে এগোবে বৈশ্বিক স্মার্টফোন খাত

প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২১, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

ওপেনএআইয়ের কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর (এআই) চ্যাটবট চ্যাটজিপিটি প্রকাশ্যে আসার পর থেকে বিভিন্ন কোম্পানি এ প্রযুক্তি ব্যবহারে ঝুঁকছে। গত বছর এআইয়ের বিস্তারের সঙ্গে বিভিন্ন স্মার্টফোন কোম্পানিও যুক্ত হয়েছে। এর পরিপ্রেক্ষিতে চলতি বছর বৈশ্বিক স্মার্টফোন খাত আরো এগিয়ে যাবে এবং ডিভাইসগুলো আরো আধুনিক হয়ে উঠবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এআই প্রযুক্তির সহায়তায় স্মার্টফোনগুলো সর্বত্র ব্যবহারকারীদের সহায়তা করবে বলে অভিমত বাজার বিশ্লেষকদের-

উন্নত প্রযুক্তির সহায়তায় স্মার্টফোন কীভাবে এগিয়ে যাচ্ছে বা যাবে সে বিষয়ে ধারণা দিয়েছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট স্যামসাং। চলতি সপ্তাহে কোম্পানিটি গ্যালাক্সি সিরিজে পরবর্তী প্রজন্মের ফ্ল্যাগশিপ ডিভাইস উন্মোচন করেছে।
নতুন গ্যালাক্সি এস২৪ সিরিজের ডিভাইসগুলোয় এআইনির্ভর বিভিন্ন ফিচার যুক্ত করা হয়েছে। স্যামসাং মোবাইল এক্সপেরিয়েন্স বিভাগের প্রেসিডেন্ট টি এম রোহ বলেন, ‘আমরা প্রযুক্তি খাতকে নতুন রূপে সাজাবো এবং সম্ভাবনার পথ বন্ধ না করে নতুন অধ্যায়ও শুরু হবে।’ ডিভাইসগুলোয় স্যামসাংয়ের এআইনির্ভর নিজস্ব উন্নয়নের সঙ্গে গুগলের হালনাগাদ প্রযুক্তিগত উদ্ভাবনও থাকবে বলে সূত্রে জানা গেছে। বাজার বিশ্লেষকদের মতে, প্রযুক্তিগত উন্নয়নের কারণে নতুন সিরিজের ফ্ল্যাগশিপ এস২৪ আল্ট্রার দাম আরো বাড়তে পারে। সে হিসেবে গত বছরের তুলনায় চলতি বছর দাম ৮ শতাংশ বেড়ে ১ হাজার ৩০০ ডলার ছাড়াতে পারে। অ্যাপলও গত সেপ্টেম্বরে আইফোন ১৫ প্রো বাজারজাতের ক্ষেত্রে একই পদক্ষেপ নিয়েছিল। গ্যালাক্সি এস২৪ প্লাসের দাম নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে স্যামসাং। এর দাম ১ হাজার ডলার হতে পারে। যেখানে ব্যাসিক এস২৪-এর দাম শুরু হবে ৮০০ ডলার থেকে। ৩১ জানুয়ারি থেকে শোরুমগুলোয় এস২৪ সিরিজের ডিভাইসগুলো পাওয়া যাবে। সংশ্লিষ্ট ও বিশেষজ্ঞদের মতে, স্যামসাংয়ের ডিভাইসগুলোয় আগের তুলনায় বেশি এআই ফিচার থাকবে। এর মধ্যে ফোনকলের সময় লাইভ ট্রান্সলেশন সুবিধা অন্যতম। এছাড়া এ সিরিজের ডিভাইসগুলোয় গুগলের নতুন ফিচার সার্কেল টু সার্চও থাকবে বলে ধারণা করা হচ্ছে। সামনের সপ্তাহে পিক্সেল ৮ সিরিজের ফ্ল্যাগশিপ ডিভাইসের সঙ্গে ফিচারটি প্রকাশ করবে গুগল এমনটাই প্রত্যাশা প্রযুক্তিবিদদের। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া একটি টিজারে এ ফিচারের ব্যবহার সম্পর্কেও জানিয়েছে গুগল। মূলত পছন্দের কোনো জিনিস খুঁজে পাওয়ার জন্য ছবি বা ভিডিও নির্দিষ্ট অংশ গোল করে চিহ্নিত করলেই গুগল সেটি খুঁজে বের করবে। পিক্সেলের পর স্যামসাংয়ে নতুন এ ফিচারটি আসতে যাচ্ছে। এর পরিপ্রেক্ষিতে বিশ্লেষকদের অভিমত, ভবিষ্যতে অন্য স্মার্টফোন কোম্পানিগুলোও হয়তো ফিচারগুলো তাদের ডিভাইসে নিয়ে আসবে। এছাড়া গ্যালাক্সি এস২৪ সিরিজের নতুন ডিভাইসগুলোয় তোলা ছবির বিভিন্ন অংশ পরিবর্তন করার সুবিধাও দেবে। বেশকিছু মাস পিক্সেল ডিভাইসে এআই ফিচার ও সক্ষমতার পরিধি বাড়াতে কাজ করছে গুগল। এর মধ্যে ছবি পরিবর্তনের বিষয়টিও রয়েছে। গত বছর প্রজেক্ট জেমিনির সঙ্গে এ ফিচারটির উন্নয়নকাজ শুরু করে গুগল। এছাড়া চলতি বছরের শেষ দিকে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমযুক্ত ডিভাইসে সার্কেল টু সার্চ ফিচার আনার পরিকল্পনায় নিয়েছে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্টটি। ফরেস্টারের রিসার্চ অ্যানালিস্ট থমাস হুসন জানান, অ্যান্ড্রয়েডনির্ভর কোম্পানিগুলোর পাশাপাশি অ্যাপলও এর পরবর্তী প্রজন্মের আইফোনে আরো এআই ফিচার যুক্ত করবে। মূলত মাইক্রোসফটের অর্থায়নে পরিচালিত চ্যাটজিপিটি প্রকাশ্যে আসার পর কোম্পানিগুলো এআই প্রযুক্তির দিকে ঝুঁকছে। প্রতিনিয়ত এটি স্মার্টফোনের অন্যতম অংশে পরিণত হচ্ছে। যে কারণে সংশ্লিষ্টদের অভিমত, এটি স্মার্টফোনে কার্যক্ষমতা, নিরাপত্তা ও গোপনীয়তার মাত্রা আরো শক্তিশালী করবে। সূত্র: এপি ও টেকরাডার

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়