আদালতে হাজির হতে হবে নুসরাতকে

আগের সংবাদ

কঠোর হচ্ছে বাজার তদারকি

পরের সংবাদ

‘অ্যানিম্যাল’ মুক্তি আটকাতে মামলা

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১৮, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন ডেস্ক : ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম জনপ্রিয় হওয়ার পর থেকেই চালু হয়েছে নতুন অলিখিত নিয়ম। প্রেক্ষাগৃহে মুক্তির কিছুদিন পর সেই সিনেমা চলে যাবে ওটিটিতে। মুক্তির আগেই এ নিয়ে চুক্তি করে ফেলে প্রযোজনা প্রতিষ্ঠান ও স্ট্রিমিং প্ল্যাটফর্ম কর্তৃপক্ষ। বলিউডের সিনেমা ‘অ্যানিম্যাল’ এর ক্ষেত্রেও তাই হয়েছিল। তবুও মামলায় ফেঁসে ওটিটিতে মুক্তি নিয়ে জটিলতায় পড়েছে রণবীর-ববির আলোচিত এ সিনেমা। আগামী ২৬ জানুয়ারি ওটিটিতে ‘অ্যানিম্যাল’ মুক্তির কথা রয়েছে। তবে সিনেমাটির সহপ্রযোজনা প্রতিষ্ঠান ‘ওয়ান স্টুডিওস লিমিটেড’ ওটিটিতে এ সিনেমার মুক্তির ওপর স্থগিতাদেশ চেয়ে দিল্লি হাইকোর্টে মামলা করেছে। কথা ছিল ‘অ্যানিম্যাল’ থেকে পাওয়া ৩৫ শতাংশ লাভ ভাগাভাগি হবে দুই প্রযোজনা সংস্থার মধ্যে। গত ১ ডিসেম্বর মুক্তির পর ‘অ্যানিম্যাল’ বক্স অফিসে দাপিয়ে চললেও ‘টি-সিরিজ’ চুক্তি অনুযায়ী লাভের ভাগ দেয়নি বলে ওয়ান স্টুডিও লিমিটেডের অভিযোগ। কোন খাতে কত খরচ হয়েছে সে বিষয়েও কোনো তথ্য জানায়নি ‘টি-সিরিজ’। তাই সিনেমার মূল প্রযোজনা সংস্থা ‘টি-সিরিজের’ বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগ করা হয়েছে মামলায়। ‘ওয়ান স্টুডিওস লিমিটেড’ বলেছে, সিনেমার লভ্যাংশের ভাগাভাগি নিয়ে ‘টি-সিরিজের’ সঙ্গে চুক্তি হয়েছিল। এদিকে অভিযোগ অস্বীকার করে ‘টি-সিরিজ’ কর্তৃপক্ষ বলেছে, তারা চুক্তির নিয়ম মানতে অঙ্গীকারবদ্ধ। ওই চুক্তিতে বলা হয়েছে, অ্যানিম্যাল মুক্তির ৬০ দিনের মধ্যে সহপ্রযোজনা প্রতিষ্ঠানকে যাবতীয় তথ্য জানানো হবে। মুক্তির পর দেড় মাস পেরিয়ে গেলেও এই কাজের জন্য ‘টি-সিরিজের’ হাতে যথেষ্ট সময় আছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়