গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

আগের সংবাদ

সরকারের তিন অগ্রাধিকার

পরের সংবাদ

নির্বাচিত তালিকার বাইরে

প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১২, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

ঝড়ের অপেক্ষায় দুয়ার খুলে রাখার সাহস
আমার ছিল না। বরং যে ঘুমগল্প বলতে বলতে,
তুমি আমার মাথায় হাত বুলিয়ে দিতে-
আমি সেই হাতের আঙুলে দেখতে চাইতাম
পৌষের পুষ্পচিহ্ন। আর শীতের নদীর জন্যে,
করতাম দীর্ঘ অপেক্ষা।

জীবনকে যতির জন্যে অপেক্ষা করতে হয়।
রাত্রিকে অপেক্ষা করতে হয় আরেকটি
রক্তিম সকালের। এই যে ভোরের বিকিরণ;
তার জন্যেও তো দুয়ার খুলে রাখে
কোটি কোটি মানুষ!

আলো, কারো দরজায় পা ফেলে-
কারো জানালা পেছনে ফেলেই কোথাও-
উঁকি দেয় বিশ্বাসঘাতক সূর্য!

নির্বাচিত তালিকার বাইরেও
মানুষের কিছু সঞ্চিত চন্দ্রদাগ থাকে।
একদিন বিচ্ছিন্ন ঢেউয়ের পাল্লায়
নিরুপিত হয়,
দাগগুলোকে কে কতটা ভালোবেসেছিল!

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়