ভোটের মাঠে ক্রীড়া ব্যক্তিত্বদের জয়জয়কার

আগের সংবাদ

কেমন হবে ‘স্মার্ট’ মন্ত্রিসভা

পরের সংবাদ

বইমেলায় তুহিনের বই

প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ৯, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন প্রতিবেদক : গানের জন্যই পরিচিত তানযীর তুহিন। দুই দশকের বেশি সময় ধরে সুর-সংগীতে মাতিয়ে চলেছেন তিনি। দীর্ঘদিন ‘শিরোনামহীন’-এ যুক্ত ছিলেন। এরপর সেই ব্যান্ড ছেড়ে গড়ে তুলেছেন ‘আভাস’। বর্তমানে নতুন ব্যান্ড নিয়েই তার ব্যস্ততা। এসবের মাঝে এবার নতুন পরিচয়ে হাজির হতে যাচ্ছেন এই গায়ক, সেটা গল্পকার। আসন্ন বইমেলায় প্রকাশ পেতে যাচ্ছে তার লেখা গল্পগ্রন্থ ‘আহত কিছু গল্প’। এর আগে গীতিকার হিসেবে পাওয়া গেছে তুহিনকে। তবে গল্পকার তুহিনের আত্মপ্রকাশ হচ্ছে এবারই প্রথম। আহত কিছু গল্প নামটি তার একই শিরোনামের একটি গান থেকে নেয়া। যেটি প্রকাশ পেয়েছিল তিনি শিরোনামহীন ব্যান্ডের ভোকালিস্ট থাকাকালীন। বইটি প্রকাশ পাচ্ছে কিংবদন্তি পাবলিকেশন থেকে। প্রচ্ছদ করেছেন পরাগ ওয়াহিদ। বর্তমানে ব্যান্ড আভাস নিয়েই ব্যস্ত সময় পার করছেন তানযীর তুহিন। সর্বশেষ ব্যান্ডটি প্রকাশ করেছে ‘ক্যামেরা’ নামে নতুন গান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়