নির্বাচন নিয়ে ডিএমপির সঙ্গেমার্কিন প্রতিনিধি দলের বৈঠক : মধ্যাহ্নভোজ করালেন অতিরিক্ত কমিশনার হারুন

আগের সংবাদ

সুষ্ঠু নির্বাচনে তিন চ্যালেঞ্জ : ভোটার উপস্থিতি, বিএনপি-জামায়াতের নাশকতা, প্রার্থীদের বিশৃঙ্খলা

পরের সংবাদ

নিঃসঙ্গ বাতিঘর

প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ৫, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

পৃথিবীর পথে পথে ঘুরে ঘুরে আমি
দেখিয়াছি পথ; দেখিয়াছি মানুষের সঙ্গে
মানুষের ভালোবাসা; ক্লান্ত পায়ে হেঁটে হেঁটে
কখনোবা হারায়েছি পথ নির্জন আঁধারে;
আবার মানুষই দিয়েছে আমাকে পথের সন্ধান;
হাঁটতে হাঁটতে দেখেছি সাদা বক
এক পায়ে দাঁড়ায়ে রয়েছে বিলের কিনারে;
সুতীক্ষè দৃষ্টি তার শিকারের পানে;
চারিদিকে সবুজের সমারোহে
উজ্জ্বল দুপুরের গ্রাম ঠিক বাংলাদেশের মতো;
হিজলের লাল তার মিশে গেছে কাকচক্ষু জলে;
ঘননীল নীলিমায় হারায়ে গিয়েছে সবুজ পাতার ঘ্রাণ;
মিশে গেছে ঠিক যেন আকাশের মতো।

আমি হাঁটি, হেঁটে যাই
সিংহল সমুদ্রের তীর ধরে একা;
দাঁড়ায়ে রয়েছে পাশে নিশ্চল বৃক্ষের মতো
পর্তুগিজ সভ্যতা; আর তার মিনারের মতো উঁচু বাতিঘর;
ছোট ছোট চমৎকার দ্বিতল দালান;
একদা এখানে ছিলো নাবিকের গান
তরঙ্গে তরঙ্গে তার মিশে আছে এশিয়ার চিৎকার;
সময় পালটে দেয় সব;
একদিন সভ্যতার সবকিছু সুনসান নীরব;
পানীয়ও শেষ হয় একদিন;
বৃদ্ধ হয় নগর ও সভ্যতা;
থুত্থুরে রমণীও ফিরে পায় সোনালি যৌবন
কালের নিয়মে; পরাজিত প্রতিশোধ নেয় একদিন;
বিজিত ধারণ করে বিজয়ীর ভ্রƒণ;
গড়ে ওঠে নতুন সভ্যতা;
ভূমিকম্পের পর সবকিছু আবার নতুন;

আমার পাশে যেন সেও হাত ধরে হাঁটে
দুঃখভারাক্রান্ত মনে;
শরীর থেকে তার ঝরে পড়ছে থোকা থোকা
নীল দুঃখের ঘ্রাণ;
জানি না কি কথা সে বলিতে চায় আমারে
এই দুপুরের হিরন্ময় রোদে;
কানে তার ঘনঘোর কান্নার শব্দ ভেসে আসে নীরবে;
প্রগাঢ় বেদনার ভাষা তার গুমরে কেঁদে ওঠে;
আমি স্পর্শ করি তার থুত্থুরে শরীর
আর সে চিৎকার করে কাঁদে;
তার কান্নায় কেঁপে ওঠে সিংহল সমুদ্রের তরঙ্গ;
মিশে যায় সভ্যতার দুঃখ তার তরঙ্গে তরঙ্গে;
জানি আমি কতো দুঃখ বয়ে গেছে
সিংহল সমুদ্রের গভীরে;
কতো দুঃখ নিয়ে এখনো দাঁড়ায়ে রয়েছে তার
নিঃসঙ্গ বাতিঘর।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়