ডিএমপির আদাবর থানা : ইয়াবাসহ গ্রেপ্তার আসামি পালিয়েছে হাজতখানা থেকে

আগের সংবাদ

নাশকতার জবাব ভোটে দিন : ঢাকায় নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী

পরের সংবাদ

নারীপ্রধান গল্পে শাবনূর

প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন প্রতিবেদক : এক সময়ের দাপুটে ঢাকাই সিনেমার চিত্রনায়িকা শাবনূর। দীর্ঘদিন পর সিনেমায় ফিরছেন তিনি। সেই উপলক্ষেই নায়িকার দেশে আসা। এসেই প্রথমে ঘোষণা দিয়েছিলেন চয়নিকা চৌধুরির পরিচালনায় ‘মাতাল হাওয়া’ সিনেমার। যাতে তার সঙ্গে জুটি বাঁধবেন মাহফুজ আহমেদ। এবার নতুন আরেকটি চমক দিলেন এই অভিনেত্রী। তার নতুন ছবির নাম ‘রঙ্গনা’। নারীপ্রধান গল্পে থ্রিলার ঘরানার এ ছবিতে ইতোমধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন শাবনূর। জানা যায়, অস্ট্রেলিয়া থাকাকালীন শাবনূর ‘রঙ্গনা’ ছবিটি করবেন বলে নিশ্চিত করেছিলেন। পরিচালনা করতে যাচ্ছেন নবীন নির্মাতা আরাফাত হোসাইন। নতুন এই ছবির শুটিং আগামী ফেব্রুয়ারিতে শুরু করতে চান নির্মাতা। আর এর মাধ্যমে দীর্ঘ বছর পর ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন শাবনূর। ‘রঙ্গনা’ পরিচালনার মাধ্যমে প্রথমবার চলচ্চিত্র পরিচালনায় নামছেন আরাফাত। শাবনূরের বিপরীতে কে থাকছেন তা অচিরেই জানানো হবে বলে জানিয়েছেন এই নির্মাতা। তিনি বলেন, থ্রিলার গল্পে ‘রঙ্গনা’ নির্মিত হবে। দর্শকরা এখনো শাবনূরকে পর্দায় চান। সেই অনুযায়ী গল্প লেখা। তাকে অসংখ্য রোমান্টিক গল্পের ছবিতে দেখা গেছে। এটি নারীকেন্দ্রিক গল্প হলেও রয়েছে ভিন্নতা। তাকে ঘিরেই এ সিনেমার গল্প এগিয়ে যাবে। এদিকে শাবনূর জানান, অস্ট্রেলিয়া থাকাকালে সাত মাস আগে ‘রঙ্গনা’র গল্পটি তাকে পাঠানো হয়। তিনি বলেন, ‘তখনই কাজটি করতে রাজি হই। গানগুলো খুবই চমৎকার। গান শুনেই ইচ্ছা করেছিল লাফ দিয়ে শুটিংয়ে নেমে যাই। এই ছবি দিয়ে ক্যামেরার সামনে দাঁড়াব। নিজেকে প্রস্তুত করছি।’ ‘রঙ্গনা’ ছবিতে তিনটি গান থাকছে। গানগুলো লিখেছেন জনপ্রিয় গীতিকার কবির বকুল। দুটি গান গাইবেন ও সুর এবং সংগীতায়োজন করবেন গায়ক ইমরান মাহমুদুল। ‘রঙ্গনা’র কাহিনি লিখেছেন নির্মাতা নিজেই। চিত্রনাট্য ও সংলাপ করেছেন তন্ময় মুক্তাদির। সিনেমাটি ঈদে মুক্তির পরিকল্পনা রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়