রাজধানীতে ৬ বছরের শিশুকে গণধর্ষণের অভিযোগ

আগের সংবাদ

সম্ভাবনার নবদিগন্তে বাংলাদেশ

পরের সংবাদ

সিংগাইর : হাত কাটা ও গুলি করার হুমকিদাতার বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ডিসেম্বর ৩০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

মাসুম বাদশাহ, সিংগাইর (মানিকগঞ্জ) থেকে : মানিকগঞ্জ-২ আসনে নৌকায় ভোট না দিলে হাত কেটে নেয়া ও গুলি করার হুমকিদাতা সিংগাইর উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি আলী ইস্কান্দারের বিরুদ্ধে মামলা হয়েছে। গত বুধবার রাতে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বাদী হয়ে গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর ৭৩ (২খ)/৮৪ক ধারায় সিংগাইর থানায় এ মামলাটি দায়ের করেন বলে গতকাল শুক্রবার ওসি মো. জিয়ারুল ইসলাম নিশ্চিত করেন। এর আগে গত মঙ্গলবার বিকালে সিংগাইর উপজেলার তালেবপুর ইউনিয়নের ইরতা গ্রামে স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ দেওয়ান জাহিদ আহমেদ টুলুর কর্মী শাহানুর ইসলাম, আবদুর রাজ্জাক ও মিনহাজ প্রচার চালাতে গেলে হুমকি দেন নৌকার সমর্থক উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলী ইস্কান্দার। এ সময় উচ্চস্বরে আলী ইস্কান্দার বলেন, ‘এবার আমার দেখার আছে, আমি তো ভেতরে থাকব, নৌকায় কে ভোট না দেয়, আমি তার হাত কাইট্যা ফেলামু, সরকার আমার, পাওয়ার আমার, এমপি আমার, ট্রাকের চাকায় ফালাইয়া দিমুসহ বিভিন্ন ভয়ভীতি ও উসকানিমূলক কথাবার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় স্বতন্ত্র প্রার্থী ও সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক আতঙ্ক ও ভীতির সৃষ্টি হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।
তবে মামলাটি নিয়ে কোনো বক্তব্য দিতে রাজি হননি বাদী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শরিফুল ইসলাম।
এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা এসআই শেখ তারিকুল ইসলাম ভোরের কাগজকে বলেন, আসামিকে গ্রেপ্তারের জোর চেষ্টা অব্যাহত আছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়