ডিএমপি কমিশনার : নির্বাচন ঘিরে সৃষ্টি করা হচ্ছে নাশকতার পরিবেশ

আগের সংবাদ

দুই শতাধিক আসনেই মূল প্রতিদ্ব›দ্বী আ.লীগের ‘স্বতন্ত্র’

পরের সংবাদ

পর্দায় মা-ছেলে!

প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ডিসেম্বর ২৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

‘রকি অউর রানি কি প্রেম কাহানি’তে ধর্মেন্দ্রর প্রেমিকা হয়ে ধরা দিয়েছিলেন শাবানা আজমি। রকি অউর রানি কি প্রেম কাহানিতে শাবানার ঠোঁটে ঠোঁট রেখে প্রেম নিবেদন করেছিলেন বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র। আর এবার শাবানাকে মা হিসেবে পেতে চলেছেন ধর্মেন্দ্র পুত্র সানি দেওল।
হ্যাঁ, ঠিকই শুনছেন। তবে ব্যাপারটা ঠিক বুঝলেন না তো। নাহ, ব্যক্তিগত জীবনে নয়, সিনেমার পর্দায়। ‘গদর-২’-এর সাফল্যের পর ‘লাহোর ১৯৪৭’ ছবি দিয়ে ফের একবার দর্শক দরবারে হাজির হবেন সানি দেওল। আর সেই ছবিতেই এবার সানির মা হচ্ছেন শাবানা আজমি।
সানি, শাবানার এই ‘লাহোর ১৯৪৭’ ছবির পরিচালক রাজকুমার সন্তোষী। জানা যাচ্ছে, এই মুহূর্তে লাহোরের প্রস্তুতিতে হিসাবে নাকি পাঞ্জাবি উচ্চারণ নিখুঁত করার চেষ্টায় রয়েছেন শাবানা। প্রযোজনা সংস্থার এক ঘনিষ্ঠ সূত্র জানায়, ‘ছবিতে সানির মায়ের চরিত্রে অভিনয় করার প্রস্তাব পেয়ে শাবানা খুবই উচ্ছ¡সিত। তবে শাবানার চরিত্রটা একটু জটিল। তাই এই মুহূর্তে তিনি চরিত্রটি তুলে ধরার জন্য বেশকিছু প্রশিক্ষণের মধ্য দিয়ে যাচ্ছেন।’
প্রযোজনা সংস্থার ওই ঘনিষ্ঠ সূত্র আরো জানায়, ‘অভিনেতা আমির খান এই পিরিয়ড ফিল্মটির প্রযোজনা করবেন, যেটা কিনা দেশভাগের প্রেক্ষাপটে তৈরি করা হচ্ছে। ছবিটির শুটিংয়ের জন্য নির্মাতারা লক্ষেèৗর (উত্তর প্রদেশ) একটা জায়গাকে পাকিস্তান হিসেবে চিত্রিত করার পরিকল্পনা করেছেন। গল্পটি একজন বয়স্ক নারীকে নিয়ে, যাকে দেশভাগের পরে দেশ থেকে বের করে দেয়া হয়েছিল। সানি দেওল তাকে পারিপার্শ্বিক ঘৃণা এবং নেতিবাচক বিষয় থেকে বাঁচাবেন। ছবিটির অনেক অংশে পাকিস্তান ও ভারতে দুই দেশই উঠে আসবে। আর সেই কারণে নির্মাতারা লক্ষেèৗর একটা জায়গা পাকিস্তান হিসেবে তুলে ধরতে চলেছেন। জানা যাচ্ছে, জানুয়ারির শুরুর দিকেই ‘লাহোর’-এর শুটিং শুরু হবে। প্রায় ১০-১৫ দিন ধরে চলবে এই ছবির শুটিং।
প্রসঙ্গত, এর আগে রকি অউর রানি কি প্রেম কাহানিতে শাবানাকে ধর্মেন্দ্রর চুমু প্রসঙ্গে প্রশ্ন করা হলে সানি দেওল বলেছিলেন, ‘আমার বাবা সব করতে পারেন। আমি তো বলব তিনিই একমাত্র অভিনেতা, যিনি সব ধরনের চরিত্র করতে পারেন। আমি এখনো ছবিটি দেখিনি কিন্তু শুনেছি। আমি আসলে অত ছবি দেখি না। এমনকি আমি আমার নিজের ছবিই অনেক সময় দেখি না।’
সানিকে যখন জিজ্ঞেস করা হয় যে তিনি এই দৃশ্যটি নিয়ে কি ধর্মেন্দ্রর সঙ্গে কথা বলেছেন? তখন বলেন, ‘না, আমি এমন একটা টপিক নিয়ে কীভাবে বাবার সঙ্গে কথা বলব? ওর ব্যক্তিত্বই এমন যে উনি সবটা করতে পারেন।’

: মেলা ডেস্ক

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়