ভালা জার্নালিস্টস ফোরাম : সভাপতি রুমেন পরশ সাধারণ সম্পাদক

আগের সংবাদ

নাশকতার টার্গেট এখন রেল

পরের সংবাদ

আজ বিটিভি চট্টগ্রামের ২৭ বছর পূর্তি

প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ডিসেম্বর ১৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন প্রতিবেদক : ১৯৯৬ সালের ১৯ ডিসেম্বর চট্টগ্রাম অঞ্চলের মানুষের কথা তুলে ধরার পাশাপাশি শিক্ষা, বিনোদন ও অবাধ তথ্য প্রবাহ নিশ্চিতকরণের লক্ষ্যে একটি পূর্ণাঙ্গ চ্যানেল হিসেবে মাত্র দেড় ঘণ্টার অনুষ্ঠান নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের মধ?্য দিয়ে বিটিভি চট্টগ্রামের যাত্রা শুরু হয়। পরে ধীরে ধীরে চ্যানেলের সম্প্রচার বৃদ্ধি পায়। চ্যানেলটিতে ২০১৬ সালের ৩১ ডিসেম্বর থেকে শুরু হয় ৬ ঘণ্টার স্যাটেলাইট সম্প্রচার কার্যক্রম। বর্তমান তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী ড. হাছান মাহমুদের আন্তরিকতায় ২০১৯ সালের ১৩ এপ্রিল থেকে ৯ ঘণ্টার সম্প্রচার, ২০২০ সালের ২৬ জানুয়ারি থেকে ১২ ঘণ্টার সম্প্রচার, ২০১৯ সালের ১ জুলাই থেকে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের মাধ্যমে বিটিভি, চট্টগ্রাম সারাদেশসহ বহির্বিশ্বেও সম্প্রচার করা সম্ভব হচ্ছে। পর্যায়ক্রমে ২০২১ সালের ১০ জানুয়ারি ১৮ ঘণ্টা এবং ২০২১ সালের ১৯ ডিসেম্বর থেকে ২৪ ঘণ্টার সম্প্রচার কার্যক্রম চালু করেছে বিটিভি, চট্টগ্রাম কেন্দ্র। আজ ১৯ ডিসেম্বর এই গণমাধ?্যমটির ২৭ বছর পূর্তি। বিটিভি চট্টগ্রামের বর্তমান জেনারেল ম্যানেজার নূর আনোয়ার হোসেন রনজু এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বিটিভি চট্টগ্রাম পরিবারের সদস্যরা বর্ণাঢ্য আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দিনটি পালন করবেন। এ আয়োজনে উপস্থিত থাকবেন তথ?্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, বিটিভির মহাপরিচালক ড. মো. জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরীসহ বিটিভির ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিটিভি চট্টগ্রাম প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের। যেখানে অংশগ্রহণ করবেন বিটিভি চট্টগ্রামের শিল্পী ও কলাকুশলীসহ বিশিষ্টজনরা। এ ছাড়া এদিন দিনভর বিটিভি চট্টগ্রামের পর্দায় থাকবে নানান পরিবেশনা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়