নীরব-মজনুসহ বিএনপির ৪৭ নেতাকর্মীর কারাদণ্ড : নাশকতার তিন মামলা

আগের সংবাদ

অপশক্তিকে রুখে দেয়ার অঙ্গীকার : বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ

পরের সংবাদ

মায়ের শখ একটি মুক্তিযোদ্ধার সার্টিফিকেট

প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ডিসেম্বর ১৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার হাতেখড়ির যেন এক উৎসব চলছিল সেই ৭১ এ,
ঘর থেকে বের হয়ে স্কুলের পাশ দিয়ে বয়ে যাওয়া,
ছোট্ট খালের দিকে অবিরাম তাকিয়ে থাকতাম আর কী যেন ভাবতাম।
এমনিভাবে ২৫ মার্চের ওই রাতে রাতের পাখির গান শুনে শুনে,
অবুঝ শিশুর মতো ঘুমের এক স্বপ্নরাজ্যে চলে যাই।

গভীর রাতে হঠাৎ শাহজাহানপুরের আকাশে গুলির শব্দে কান বিদীর্ণ হবার উপক্রম।
আকাশ ফাটানো এত গুলির শব্দ কেন?
অন্ধকার আকাশে এত আলো কেন?
বাবা বললেন, ‘তোমরা বুঝবে না- যুদ্ধ শুরু হয়ে গেছে’।
বিভীষিকাময়ের সেই দিনরাত-
রাজারবাগে শত শত পুলিশকে হত্যা করা হচ্ছে,
সেই রাতে একটি বড় বাড়িতে নিরাপদ আশ্রয় খোঁজা,
সেই বাড়িতে ভয়ার্তচিত্তে খাটের নিচে প্রতিবেশীদের সাথে সারারাত নির্ঘুম কাটিয়ে দেয়া।

ঠিক পরদিন অন্তঃসত্ত্বা মাকে নিয়ে অজানার পথে পাড়ি দেয়া।
কখনো বাসে কখনো নৌকায় আর পায়ে হেঁটে,
দীর্ঘ ৮ দিনের ৮০ মাইলের যুদ্ধভ্রমণ শেষে গ্রামে পৌঁছে গেলে,
সেদিনের দাদির বাঁধভাঙা খুশিতে মাটির মায়ার ওই সুগন্ধ এখনো খুঁজে ফিরি।

রাজাকারের সেনদৃষ্টিতে দাদার বাড়িতেও থাকা হলো না,
এবার আগরতলা শরণার্থী শিবিরে।
দাদার ছেলেরা সেখানে মুক্তিযুদ্ধের নিল প্রশিক্ষণ- করলো যুদ্ধ।
যুদ্ধে পাকিস্তানির মর্টার সেলে এক চাচি শহীদ হলেন, চাচা হলেন দিশাহারা।
১৪ ডিসেম্বর রাজাকার খুঁজে পায়নি বাবাকে,
মুক্তিযোদ্ধাকে রান্না করে আপ্যায়ন করেছেন,
মায়ের আক্ষেপ মুক্তিযোদ্ধার সনদের সত্যিকারের তিনিই একজন দাবিদার।

এখন ডিসেম্বর আসলে এখন মায়ের বুক চিরে একটি কথাই প্রতিধ্বনিত হয়-
এক সাগরের রক্তের বিনিময়ে পাওয়া স্বাধীন বাংলাদেশে,
তোমাদের সফলতাই আমার আসল মুক্তির সনদ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়