খালেদার গুলশান কার্যালয়ে পুলিশের তল্লাশি

আগের সংবাদ

মুক্তিযুদ্ধের চেতনা হোক মূলমন্ত্র : সৈয়দ মনজুরুল ইসলাম

পরের সংবাদ

পতাকার মত

প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ডিসেম্বর ১৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

এখানে এই মাটিতে শুয়ে আছি সাতচল্লিশ বছর।
তোমরা কেউ খুঁজে পাওনি আমার শেষ চিহ্ন।
খুঁজেছিলো একজন একাত্তরের পর থেকে অনেক বছর।
নয়নের বাবা…
আলফাডাঙ্গা প্রাইমারি স্কুলের আশপাশের সমস্ত মাটি চষে বেড়িয়েছিল সে।
পঞ্চাশ বছর অথচ নয়ন এখনো বিশ্বাস করে ওর মা কোথাও না কোথাও আছে।
নয়নের বয়স তখন মাত্র এগারো মাস।
ক্যাম্পের হানাদার বাহিনী যখন দল বেঁধে আমার উপর ঝাঁপিয়ে পড়তো,
জড়ায়ুর রক্তক্ষরণের তুলনায় স্তনের ফিনকী দিয়ে ওঠা দুধের কষ্ট তীব্র হোত
উহ…কি অসহ্য সে যন্ত্রণা।

আমি বেঁচে ছিলাম নভেম্বরের ষোলো তারিখ অব্দি।
ওরা যেদিন আমার দেশকে গালি দিলো,
আমার নেতাকে বলেছিলো ঞযধঃ নষড়ড়ফু ষবধফবৎ
আমি ওদের মেজরের মুখে এক মুখ থুথু ছুড়ে বলেছিলাম
কুত্তার বাচ্চা পাকিস্তানি হাড়ামি।
অমনি ওরা তাণ্ডব চালালো একে একে
নয় জন…
শেষ সৈন্যটার ঠোঁটের মাংস কামড়ে তুলে নিয়েছিলাম,
তারপর আর কিছু মনে নেই।
আজ তোমরা ধর্মের সাথে মিলাও দেশ প্রেম!
আমাদের যারা বেঁচে আছেন
মুক্তিযোদ্ধার বদলে বীরাঙ্গনার সীলমোহরে মনে করিয়ে দাও
আমরা নষ্ট হয়েছিলাম একাত্তরে!
আমরা নষ্ট হয়ে ছিলাম!!
মরে গিয়ে ভালো আছি অন্তত শহীদ বলছো।

করুণা হয় আজ তোমাদের জন্য,
সেদিন পরাধীন দেশে হানাদার বাহিনী
আমাদের খাবলে খেয়েছিলো আর আজ
স্বাধীন দেশে নিজেরা মেতে উঠছো
ধর্ষণের মহোৎসবে!!!
এমন বিজয়তো আমি চাইনি!
হে রাষ্ট্র তুমি আরো সজাগ হও
সীমান্তের কাঁটাতারে ঝুলতে দিওনা ফেলানীর শরীর
হে রাষ্ট্র তুমি সুরক্ষিত করো ইয়াসমিন তনুদের
তোমার পতাকার মতো।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়