খালেদার গুলশান কার্যালয়ে পুলিশের তল্লাশি

আগের সংবাদ

মুক্তিযুদ্ধের চেতনা হোক মূলমন্ত্র : সৈয়দ মনজুরুল ইসলাম

পরের সংবাদ

তোমার স্বাধীনতা

প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ডিসেম্বর ১৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

আমি তখন মায়ের গর্ভে,
তোমার বুকে হয়েনারা খুঁটি গেড়েছে,
মানুষ চায় তোমাকে স্বাধীন করে পৃথিবীর মানচিত্রে আত্মপ্রকাশ করতে কিন্তু,
একাত্তরের পঁচিশে মার্চ রাতের অন্ধকারে দেখলাম
তোমার বুকে ঘুমন্ত মানুষের উপর কেমন পৈশাচিকতা,
কেমন চলেছে গণহত্যাযজ্ঞ!
অতপর সূত্রপাত ঘটে মুক্তিযুদ্ধের আর
তিরিশ লক্ষ রক্তের বিনিময়ে অর্জিত হয় তোমার স্বাধীনতা।
মাইকে লাউডস্পিকারে তখন শুধু তোমার জয়গান, জয় বাংলা স্লোগান।
কখনোবা, তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা।
কখনো গান কখনো কবিতা,
এভাবেই ডিসেম্বরের যোলো তারিখ দিনের শুরুতে নেমে আসি তোমার চরণে।
আজ বায়ান্ন বছর কেটে গেছে
শকুনেরা এখনো খামচায়, খুবলে খেতে চায় তোমার শরীর,
তোমার ভয় নেই, আজ কোটি হাত প্রসারিত তোমার জন্য।
জীবনের শুরু থেকে তোমার সবুজে আমি আছি,
তোমার বুকে বয়ে চলা কতো নদীতে সময় কাটিয়ে আমি শান্তি পেয়েছি,
কতো হেঁটেছি সোনালি ধানের খেত ধরে,
শিমুল পলাশের নিচে কতো ফুল কুড়িয়েছি,
হিজল বনের পথ ধরে শুনেছি কতো কিচিরমিচির!
তোমাকে বেসেছি ভালো নিজের মতো করে,
ঘর বেঁধেছি তোমার বুকে,
আমি আজীবন থাকতে চাই তোমার ছায়ায়,
তোমার স্বাধীন শ্যামলিমায় ফেলতে চাই জীবনের শেষ নিশ্বাস।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়