টিআইবি : গণতন্ত্রের জন্য গণমাধ্যমের স্বাধীনতা অপরিহার্য

আগের সংবাদ

জাদুর কাঠির ছোঁয়ায়! হলফনামায় দেয়া তথ্য > মন্ত্রী-এমপিদের সম্পদ বেড়েছে ২ থেকে ২০০ গুণ পর্যন্ত

পরের সংবাদ

চার ভাষায় মোশাররফের ‘খালাস’

প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ডিসেম্বর ১১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন প্রতিবেদক : অভিনেতা মোশাররফ করিম সদ্যই ধরা দিয়েছেন আইনজীবী রূপে। ‘মোবারাকনামা’ সিরিজটি উন্মুক্ত হতে না হতেই নতুন আরেকটি ওয়েব সিরিজের শুটিং শেষ করেছেন এই অভিনয়শিল্পী। ‘খালাস’ নামের এই সিরিজের গল্প এগিয়েছে পদ্মা নদীতে ইলিশ ধরাকে কেন্দ্র করে তৈরি হওয়া নানা ঘটনা নিয়ে। সিরিজটি যৌথভাবে পরিচালনা করেছেন কে এম নাইম ও মাহি ইসলাম। সিরিজে শাহজালাল চরিত্রে দেখা যাবে মোশাররফ করিমকে। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন আহমেদ রুবেল, লুৎফর রহমান জর্জ, উজ্জ্বল কবির ও আমায়া নূর। গল্পে দেখা যাবে, রহস্যময় এক মানুষ এই শাহজালাল। অদৃশ্য ক্ষমতাবলে কারণে-অকারণে বন্দর এলাকার ক্ষমতাধরদের কাছ থেকে তার ডাক পড়ে। উপকূলের কোনো দৈব-দুর্বিপাক, খুনের খবর আগাম তার কাছে চলে আসে। কীভাবে এসব ঘটনা আঁচ করতে পারেন, তা সবার কাছে রহস্য! বন্দর এলাকার ক্ষমতা আর টাকার রাজনীতি ঘিরে যে দ্ব›দ্ব চলে, সেখানে শাহজালাল প্রধান হয়ে উঠতে থাকেন। সব মিলিয়ে নদীর মোহনায় রাজত্ব কায়েমের লড়াইয়ের গল্প ‘খালাস’। আর এই গল্প দৃশ্যধারণেও নিতে হয়েছে ঝুঁকি। মাঝ পদ্মায় শুটিং করতে গিয়ে কালবৈশাখীর কবলে পড়েছে পুরো টিম। ভয়ংকর ঢেউয়ের মধ্যে জাহাজে, স্পিডবোটে শুটিং করা হয়। টানা ৫৪ দিন শুটিং হয়েছে কুমিল্লা, দাউদকান্দি, গজারিয়া, চাঁদপুর, চট্টগ্রাম ও মোংলা লোকেশনে। সিরিজটি বাংলার পাশাপাশি হিন্দি, তেলেগু ও মালয়ালম ভাষায় মুক্তি পাবে।’ জানা গেছে আগামী বছরের মার্চে এটি মুক্তি পাবে। ‘খালাস’র কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন মাহমুদ দিদার।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়