‘আমরা একাত্তর’ : একাত্তরের গণহত্যার স্বীকৃতি দাবি

আগের সংবাদ

ভোটের মাঠে ফিরলেন যারা : আপিল শুনানির প্রথম দিন > প্রার্থিতা ফিরল ৫৬ জনের > বাতিল-৩২ > পেন্ডিং-৬

পরের সংবাদ

দেশে তৈরি প্রথম ল্যাপটপ উন্মোচন ইনফিনিক্সের

প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ডিসেম্বর ১০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

প্রথমবারের মতো বাংলাদেশের বাজারে ল্যাপটপ উন্মোচন করেছে ইনফিনিক্স। ব্র্যান্ডটির নতুন ল্যাপটপ ইনবুক ওয়াই টু প্লাস মডেলটি দেশে তৈরি কোম্পানির প্রথম ল্যাপটপ। বাজারে নতুন ডিভাইসটির ৮জিবি র?্যাম ও ৫১২ স্টোরেজ ভার্সন পাওয়া যাচ্ছে। এতে আছে ইন্টেলের ১১ প্রজন্মের কোর আই৫ প্রসেসর। সাশ্রয়ী মূল্যের ল্যাপটপটির সঙ্গে বেশকিছু অফারও পাওয়া যাবে। অনলাইন ও অফলাইন দুইভাবে ওয়াই টু প্লাস ল্যাপটপটি কেনা যাবে। দারাজ চেরাগ ক্যাম্পেইনের সঙ্গে বিশেষ পার্টনারশিপে বাজারে এসেছে নতুন এ ল্যাপটপ। ১১ ডিসেম্বর পর্যন্ত চলবে এ ক্যাম্পেইন। ইনবুক ওয়াই টু প্লাসের বাজারমূল্য ধরা হয়েছে ৫৮ হাজার ৯৯০ টাকা। ইনবুক ওয়াই টু প্লাসে আছে ইন্টেল কোর আই৫-১১৬৫জি৭ প্রসেসর, উইন্ডোজ ১১ হোম অপারেটিং সিস্টেম, ৫১২ জিবি এনভিএমই পিসিআইই এসএসডি, ৮ জিবি এলপিডিডিআর৪এক্স র?্যাম, ১৫ দশমিক ৬ ইঞ্চির ১৯২০*১০৮০ রেজল্যুশনের ডিসপ্লে এবং ৫০ ওয়াট-আওয়ার ব্যাটারি। রুপালি, ধূসর ও নীল- তিন রঙে পাওয়া যাবে ওয়াই টু প্লাস। ওয়াই টু প্লাসে দেয়া হয়েছে দীর্ঘস্থায়ী ৪৫ ওয়াট-আওয়ার ব্যাটারি। যার সাহায্যে টানা ৮ ঘণ্টা পর্যন্ত কাজ করা যাবে। নিয়মিত ভিডিও কনফারেন্স, ভিডিও চ্যাটিং এবং অনলাইন ক্লাসকে আরো সহজ করতে এ ল্যাপটপে আছে সিওবি সেন্সরসহ ১০৮০পি ফুল এইচডিপ্লাস ভিডিও ক্যামেরা। চমৎকার ভিউইং অভিজ্ঞতার জন্য ল্যাপটপটিতে আছে ১৫ দশমিক ৬ ইঞ্চির ফুল এইচডি বিগ স্ক্রিন। বাজারে নিজেদের প্রথম ল্যাপটপ আনা উপলক্ষে বিশেষ কিছু উপহারও ঘোষণা করেছে ইনফিনিক্স। দারাজ থেকে ল্যাপটপ কিনলে সেরা তিনজন ক্রেতা পাবেন ইনফিনিক্স হট ৩০ স্মার্টফোন। পাশাপাশি ২০ জন ভাগ্যবান ক্রেতা পাবেন গিফট বক্স। এছাড়া প্রত্যেক ক্রেতাই পাবেন একটি করে ব্যাকপ্যাক।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়