‘আমরা একাত্তর’ : একাত্তরের গণহত্যার স্বীকৃতি দাবি

আগের সংবাদ

ভোটের মাঠে ফিরলেন যারা : আপিল শুনানির প্রথম দিন > প্রার্থিতা ফিরল ৫৬ জনের > বাতিল-৩২ > পেন্ডিং-৬

পরের সংবাদ

ডিপফেক থেকে নারীদের সুরক্ষা

প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ডিসেম্বর ১০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের মাধ্যমে সব ধরনের কাজ করাই সম্ভব হচ্ছে। এর নেতিবাচক ব্যবহার বন্ধে বিশ্বের বিভিন্ন দেশ নীতিমালা প্রণয়নের কথাও ভাবছে। সাইবার জগতে নারী ও শিশুদের ওপর আক্রমণ বেশি হয়ে থাকে। ডিপফেক প্রযুক্তির মাধ্যমে হামলাকারীরা নারীদেরও শিকারে পরিণত করছে। এ ধরনের অনাকাক্সিক্ষত পরিস্থিতি থেকে সুরক্ষিত থাকার জন্য তাই কিছু বিষয় জানতে হবে। প্রথমত, অনলাইনে যেকোনো মাধ্যমে ছবি ও ভিডিও শেয়ার করার আগে সতর্ক থাকতে হবে। প্রয়োজন নেই এমন জায়গায় ছবি-ভিডিও শেয়ার না করাই ভালো। তবে শেয়ার করতে হলে অবশ্যই প্রাইভেসি সেটিং যাচাই করতে হবে। দ্বিতীয়ত, সামাজিক যোগাযোগমাধ্যমের পাসওয়ার্ডগুলো যেন অবশ্যই শক্তিশালী হয়। এছাড়া ভিডিও ও ছবিও লক করে রাখা ভালো। এছাড়া নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তন করাও জরুরি। তৃতীয়ত, ডিভাইসে ভালোমানের অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করতে হবে। এতে সহজে সেলফোন কিংবা ল্যাপটপে ম্যালওয়্যার প্রবেশ করতে পারবে না। সাধারণত কারো তথ্য হাতিয়ে নেয়ার জন্য হ্যাকাররা ম্যালওয়্যার ব্যবহার করে থাকে। এ সমস্যা থেকে সুরক্ষিত রাখবে অ্যান্টিভাইরাস। চতুর্থত, সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও ভিডিও ব্যবহারের ক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্ট ও ওয়াটারমার্ক নিরাপত্তা নিশ্চিতের অন্যতম উপায়। সূত্র: মেক ইউজ অব

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়