বিজিএমইএ নির্বাচন মার্চে

আগের সংবাদ

জাপার আসনে নৌকা প্রত্যাহার! ৩০ থেকে ৩৫ আসন প্রত্যাশা জাতীয় পার্টির > চলছে দেনদরবার

পরের সংবাদ

প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে গালায় দীপিকা

প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ডিসেম্বর ৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন ডেস্ক : প্রথমবার একাডেমি মিউজিয়াম গালায় অংশ নিলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। গত সোমবার রাতে একাডেমি মিউজিয়াম গালা অনুষ্ঠিত হয়। তারকা খচিত সন্ধ্যায় উপস্থিতদের মধ্যে ছিলেন দীপিকাও। মেরিল স্ট্রিপ এবং অপরাহ উইনফ্রে থেকে সেলেনা গোমেজ এবং নিকোলা পেল্টজ অনেকেই যোগ দিয়েছিলেন ২০২৩ সালে একাডেমি মিউজিয়াম গালায়। প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে এই মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন দীপিকা। অভিনেত্রী সব সময় তার ফ্যাশন গেম বিশ্বের দরবারে তুলে ধরেছেন। এই অনুষ্ঠানও তেমন আলাদা কিছু ছিল না। ২০২৩ সালে একাডেমি মিউজিয়াম গালাতে অংশ নিতে লুই ভিতোঁর নীল রঙের মখমলে গাউনে লাল গালিচায় হাজির হন দীপিকা। হলিউড গø্যামারে জড়ানো রাতের জন্য একেবারে আদর্শ তার এই পোশাক। দীপিকার রেড কার্পেট এনসেম্বল এক কাঁধ খোলা গাউন, যেটি মাটি পর্যন্ত লুটিয়ে রয়েছে। কানে ডায়মন্ডের দুল এবং হাতে বালার মতো ব্রেসলেট পরেছেন অভিনেত্রী। আঙুলে পরেছেন একাধিক আংটি। দীপিকার লুক নিয়ে প্রশংসার বন্যা নেটদুনিয়ায়। মুখে ব্রোঞ্জ শেডের মেকআপ করেছেন। দীপিকা ভালো করেই জানেন রেড কার্পেটে কীভাবে দ্যুতি ছড়াতে হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়