পীরেরবাগে ভাঙারির দোকানে বিস্ফোরণে দগ্ধ এক

আগের সংবাদ

কী বার্তা পেল জাতীয় পার্টি : গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে জি এম কাদেরের বৈঠক, আসন সমঝোতার আলোচনা

পরের সংবাদ

বেসরকারি খাতে ঋণ বিতরণ বেড়েছে : বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন

প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ডিসেম্বর ৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : অক্টোবর মাসে বেসরকারি খাতে ব্যাংকগুলোর ঋণ বিতরণ বেড়েছে ১৬ হাজার ২৬৬ কোটি টাকা। এটি আগের বছরের একই মাসের তুলনায় প্রবৃদ্ধি ১০ দশমিক ৯ শতাংশ। রপ্তানিভিত্তিক পেমেন্টের পরিমাণ বাড়ায় ঋণের গ্রোথ বাড়ছে মনে করছেন ব্যাংকাররা। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে- গত অক্টোবর শেষে বেসরকারি খাতের ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৫ দশমিক ২৯ লাখ কোটি টাকা। যা তার আগে মাসের তুলনায় ১ দশমিক ৮ শতাংশ বেশি। চলতি অর্থবছরের ২০২৩-২৪ এর জুনের তুলনায় জুলাই মাসে বেসরকারি খাতের আউটস্ট্যান্ডিং ঋণের পরিমাণ কমেছে ৮৮০৯ কোটি টাকা, আগস্টে বেড়েছে ৯৮১১ কোটি টাকা, সেপ্টেম্বরে বেড়েছে ১৭ হাজার ৭৯৭ কোটি টাকা। এ ব্যাপারে ব্যাংকাররা জানিয়েছেন- গত এক বছরে বেসরকারি খাতে ঋণের নিট গ্রোথ ১০ শতাংশের কম। দেশের ইকোনমিক অ্যাক্টিভিটি স্বাভাবিক হলে এ ঋণের গ্রোথ ১৫ শতাংশের বেশি হতো।
সংশ্লিষ্টরা জানান- বেসরকারি প্রতিষ্ঠানগুলোর এখন ক্যাপিটাল গুডস, ও ক্যাপিটাল ‘র’ ম্যাটেরিয়াল আমদানি কম। এখন বেসরকারি খাতে যে ঋণগুলো যাচ্ছে তার বেশির ভাগই কনজ্যুমার গুডস ইম্পোর্ট ব্যয় মেটানোর জন্য। গ্রাহক পর্যায়ের ঋণের সুদহার প্রতি মাসেই বাড়ছে। এছাড়া কেন্দ্রীয় ব্যাংক তার পলিসি রেট চলতি অর্থবছরে কয়েকবার বাড়িয়েছে। ব্যাংকগুলো বেশি রেটে কেন্দ্রীয় ব্যাংক থেকে তারল্য নিচ্ছে, এছাড়া গ্রাহক পর্যায়েও সুদহার বাড়ায় গ্রাহকদের ঋণ নেয়ার পরিমাণ কমছে। চলতি ডিসেম্বর মাসে গ্রাহক ঋণের সুদহার হবে ১১ শতাংশ অথচ জুনে এ রেট ছিল ১০ শতাংশের মতো।
স¤প্রতি কেন্দ্রীয় ব্যাংক এক প্রেস বিজ্ঞপ্তিতে বলে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রেণে মানি সাপ্লাই কমাতে সংকোচনমূলক ধরা অব্যাহত রাখবে তারা। আগামী ডিসেম্বরের মধ্যে মূল্যস্ফীতি ৮ শতাংশে নামিয়ে আনতে চাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। সর্বশেষ প্রকাশিত অক্টোবরে দেশের মূল্যস্ফীতি রয়েছে ৯ দশমিক ৯৩ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের রিপোর্টে দেখা যায়, ২০২২ এর নভেম্বর থেকে ২০২৩ এর সেপ্টেম্বর পর্যন্ত বেসরকারি ঋণের গ্রোথ টানা ১০ মাস পতন হয়েছে। যদিও অক্টোবরে আগের মাস সেপ্টেম্বরের তুলনায় তা শূন্য দশমিক ৪০ বেসিস পয়েন্ট বেড়েছে। অক্টোবরে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি ১০ দশমিক ৯ শতাংশ, যা ২০২২ সালের অক্টোবরে ছিল ১৩ দশমিক ৯৭ শতাংশ।
এ ব্যাপারে নাম প্রকাশ না করার শর্তে বেসরকারি ব্যাংকের এক ব্যবস্থাপনা পরিচালক বলেন, শিল্পের মূলধনী যন্ত্রপাতি ও কাঁচামাল আমদানি কমে যাওয়ায় বেসরকারি ঋণ কমছে। এছাড়া বিদেশি বেসরকারি ঋণ কমছে। যেহেতু ব্যাংকগুলোতে নন-পারফর্মিং লোন বাড়ছে, তারা ঋণ বিতরণে আরো সতর্ক হচ্ছে যা প্রবৃদ্ধিকে প্রভাবিত করেছে। তাছাড়া বেসরকারি খাতের ওভারঅল ঋণের গ্রোথ কম। নির্বাচনপূর্বে ব্যবসায়ীরা নতুন বিনিয়োগ করছে না। আমাদের বেসরকারি খাতের টার্ম লোন অনেক কম। অনেক ব্যবসায়ীদের ওয়ার্কিং ক্যাপিটেল লোনকে টার্ম লোনে রূপান্তর করতে হচ্ছে।
তথ্য মতে- চলতি অর্থবছরের (জুলাই-অক্টোবর) চার মাসে আগের অর্থবছরের তুলনায় ইম্পোর্ট এলসি ওপেনিং ও সেটেলমেন্ট কমেছে যথাক্রমে ১১ দশমিক ৫২ শতাংশ ও ২৪ দশমিক ৭ শতাংশ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়