রুহুল কবির রিজভী : দলছুটদের দিয়ে নতুন দল বানাচ্ছে সরকার

আগের সংবাদ

তারুণ্য অভিজ্ঞতা স্বচ্ছতা : ২৯৮ আসনে দলীয় প্রার্থী মনোনয়ন ঘোষণা করল ক্ষমতাসীন আওয়ামী লীগ

পরের সংবাদ

বয়স্কদের ওপর আক্রমণ বাড়াচ্ছে স্ক্যামাররা

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ২৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

বয়স্কদের ওপর স্ক্যাম হামলার সংখ্যা বাড়ছে। সম্প্রতি দাতব্য সংস্থা রি-এনগেজড ও ইউনিভার্সিটি অব পোর্টসমাউথ পরিচালিত এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। গবেষণার তথ্যানুযায়ী, গত এক বছরে প্রতি তিনজন বয়স্ক ব্যক্তির মধ্যে দুজন স্ক্যাম বা প্রতারণার শিকার হয়েছেন। ফলে তাদের মধ্যে ভয়, হতাশা এবং কিছু ক্ষেত্রে আত্মঘাতী চিন্তাভাবনা বেড়েছে। ১ হাজার ১৭৭ জন অংশগ্রহণকারীকে নিয়ে করা গবেষণাটিতে বয়স্ক ব্যক্তিদের লক্ষ্য করে প্রতারণার বিষয়টিকে গুরুত্ব দেয়া হয়েছে। জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে প্রায় এক-পঞ্চমাংশ সাপ্তাহিকভাবে তাদের প্রতারিত করার চেষ্টার কথা জানিয়েছেন, যার মধ্যে ৪০ শতাংশ প্রতি মাসে অবৈধ পন্থায় প্রতারণার শিকার হয়েছেন। প্রাথমিকভাবে ল্যান্ডলাইন কল, সেলফোন কল ও টেক্সট মেসেজসহ টেলিফোনিক পদ্ধতি স্ক্যাম হামলাগুলো পরিচালনা করা হচ্ছে। স্ক্যাম হামলার বিষয়টি উদ্বেগ তৈরি করছে। এ বিষয়ে দাতব্য সংস্থা রি-এনগেজমেন্ট অবিলম্বে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে। সংস্থাটি ৭৫ বা তার বেশি বয়স্ক ব্যক্তিদের একাকিত্ব দূরীকরণে ও সামাজিক অবস্থান তৈরিতে কাজ করছে। গবেষণা প্রতিবেদনে থেকে জানা যায়, জরিপে অংশ নেয়া বয়স্ক জনসংখ্যার ৫০ শতাংশ ইন্টারনেট ব্যবহার করে না। অন্যদিকে ৭০ শতাংশ মানুষ কখনই অনলাইন ব্যাংকিং করেনি। যে কারণে অনলাইন অ্যাকাউন্টগুলোর সম্ভাব্য হ্যাকিং সম্পর্কে তাদের উদ্বেগও বেশি। গবেষণায় অংশগ্রহণকারীদের মধ্যে প্রায় ৮০ শতাংশ একা থাকেন এবং তাদের মধ্যে তিন-চতুর্থাংশেরও বেশি নারী। দাতব্য সংস্থা রি-এনগেজমেন্ট বয়স্ক ব্যক্তিদের মধ্যে স্ক্যাম বা প্রতারণা ঝুঁকির লক্ষণগুলো শনাক্ত করতে ডাক্তার, সমাজকর্মী, ব্যাংক কর্মীসহ পেশাদারদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা বিষয়ে আলোচনা করেছে। সূত্র: টেকটাইমস

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়