৪৮ ঘণ্টার অবরোধ সফল করার আহ্বান বিএনপির

আগের সংবাদ

বাদ পড়ার শঙ্কায় ঘুম হারাম : রাজশাহী ও রংপুর বিভাগে নৌকার মনোনয়ন চূড়ান্ত, টিকেট পাচ্ছেন না অনেক এমপি

পরের সংবাদ

স্মৃতিতে স্মরণে আলী যাকের

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ২৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন প্রতিবেদক : নভেম্বর মাসে পৃথিবীতে এসেছিলেন, নভেম্বরেই পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেছেন একুশে পদকপ্রাপ্ত অভিনেতা, নির্দেশক, ব্যবসায়ী ও কলামিস্ট আলী যাকের। ১৯৪৪ সালের ৬ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের রতনপুরে আলী যাকেরের জন্ম। ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০২০ সালের ২৭ নভেম্বর মারা যান তিনি। তার জন্মদিন ও প্রয়াণ দিবস উপলক্ষে ‘নাগরিক নাট্য সম্প্রদায়’ আয়োজন করছে ‘স্মৃতিতে স্মরণে আলী যাকের’ শীর্ষক একটি অনুষ্ঠান। ২৪ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায় মহিলা সমিতি মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন হবে। আসাদুজ্জামান নূর গণমাধ্যমকে বলেন, ‘আমাদের সবার প্রিয় বরেণ্য এই শিল্পীর জন্মদিন এবং প্রয়াণ দিবসকে কেন্দ্র করেই মূলত এ অনুষ্ঠান। অনুষ্ঠানে আমিসহ আরো বেশ কয়েকজন সম্মানিত অতিথি আলোচনায় অংশ নেবেন। আলোচনা পর্ব শেষে তার অভিনীত বিভিন্ন নাটকের অংশবিশেষ মঞ্চায়নের পাশাপাশি তার প্রিয় গান ও কবিতার অংশবিশেষ কেউ গাইবেন, আবৃত্তি করবেন। নৃত্য পরিবেশনাও থাকবে। মূলত নাগরিক নাট্য সম্প্রদায়ের সঙ্গে সম্পৃক্ত শিল্পীরাই পারফরম্যান্সে অংশ নেবেন। নৃত্যশিল্পী দলের বাইরের কেউ হবেন। এমন একটি আয়োজন উপভোগ করার জন্য নিমন্ত্রণ রইল। আশা করি, আমাদের আয়োজন ভালো লাগবে, সেই সঙ্গে যাকের ভাইয়ের প্রতি শ্রদ্ধাও প্রদর্শন করা হবে।’ আসাদুজ্জামান নূর আরো জানান, অনুষ্ঠানে স্মারক বক্তব্য দেবেন কলকাতার বরেণ্য নাট্যজন বিভাস চক্রবর্তী। মঞ্চ, টেলিভিশনের দাপুটে অভিনেতা আলী যাকের ছিলেন একাত্তরের একজন শব্দসৈনিক। ১৯৭২ সালে আরণ্যকের ‘কবর’ নাটকের মাধ্যমে তার যাত্রা শুরু হয়েছিল। মঞ্চে নূরলদীন, গ্যালিলিও ও দেওয়ান গাজীর চরিত্রে আলী যাকেরের অভিনয় এখনো দর্শক মনে রেখেছে। ‘বহুব্রীহি’, ‘তথাপি পাথর’, ‘আজ রবিবার’-এর মতো টিভি নাটকে অভিনয় করেও তিনি প্রশংসা পেয়েছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়