সংসদ নির্বাচনের কোনো প্রস্তুতি নেই বিএনপির : রেলপথমন্ত্রী

আগের সংবাদ

জোট নাকি মহাজোট? একক ও জোটগত ভোটের প্রস্তুতি আওয়ামী লীগের > জাতীয় পার্টির সিদ্ধান্ত স্পষ্ট নয়

পরের সংবাদ

চিত্রকরের ভূমিকায় টোটা রায়চৌধুরী

প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ১৮, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

এবার ওয়েব সিরিজের মুখ্য চরিত্রে টোটা রায়চৌধুরী। পরিচালনা ও প্রযোজনায় রাজা চন্দ। সিরিজের নাম এতদিনে সবারই জানা, ‘পিকাসো’। সম্প্রতি প্রকাশ্যে এসেছে এ সিরিজের মূল পোস্টার। ‘পিকাসো’ ওয়েব সিরিজে চিত্রকরের ভূমিকায় দেখা যাবে টোটা রায়চৌধুরীকে। এর আগে মুক্তি পেয়েছিল সিরিজে অভিনেতা ও অভিনেত্রীদের প্রথম লুকের ঝলক। মুক্তি পেয়েছিল মোশন পোস্টারও। এবার সামনে এলো মূল পোস্টার। সিরিজটি দেখা যাবে ‘ক্লিক’ ওয়েব প্ল্যাটফর্মে। প্রখ্যাত পরিচালক রাজা চন্দের তত্ত্বাবধানে তৈরি হচ্ছে থ্রিলারধর্মী সিরিজটি। অভিনয়ে দেখা যাবে টোটা রায়চৌধুরী, সৌরভ দাস, সৃজলা গুহ, রোজা পারমিতা দে, দেবপ্রসাদ হালদার, রাহেলী ও কাভ্যা ভৌমিককে। সিরিজের কাহিনির সূত্রপাত একজন সাংবাদিককে নিয়ে, নাম শ্রেয়া। হঠাৎই তার বন্ধু বিক্রম সেনের কাছ থেকে তিনি একটি অদ্ভুত খবর পান। বিক্রম ফরেন্সিক বিভাগে ফটোগ্রাফার হিসেবে কাজ করতেন। তিনি জানতে পারেন, পলাশ মুখোপাধ্যায় নামে উত্তর কলকাতার বাসিন্দা, জাতীয় পুরস্কার বিজয়ী একজন চিত্রশিল্পী আছেন, যাকে সবাই পিকাসো বলে ডাকে। তিনি প্রখ্যাত চিত্রশিল্পী। কিন্তু দুটি প্রতিকৃতি আঁকার পরে একটি অদ্ভুত ঘটনা ঘটে। যাদের ছবি তিনি আঁকেন, রহস্যজনকভাবে তাদের দু’জনেরই অকালমৃত্যু হয়। পরবর্তীকালে সাংবাদিক শ্রেয়া, পিকাসোর কাছে যায় এই ঘটনাটি নিয়ে প্রতিবেদন তৈরি করতে। কিন্তু ঠিক এই সময়েই আরেকটি ঘটনা ঘটে। একজন উঠতি মডেল যাকে পিকাসো এঁকেছিলেন, তিনিও মারা যান। কাহিনির প্রতিটি প্রেক্ষাপটে, পরতে পরতে গভীর রহস্যের ঘটনাবলি আরও ঘনীভূত হয়ে ওঠে। ফুটে ওঠে মারাত্মক প্রতিচ্ছবি। এই গল্পটি অন্বেষণ করতে গিয়ে শ্রেয়া অন্য কোনো রহস্যের উন্মোচন করতে শুরু করে? এই অকস্মাৎ মৃত্যুগুলোর পেছনে কার হাত রয়েছে? কেনই বা খুনগুলো করা হয়েছিল এবং পিকাসোকে অনুসরণ করার পেছনে কার, কী অভিসন্ধি থাকতে পারে? রহস্যের সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে শিগগিরই, কষরশশ ঙঞঞ প্ল্যাটফর্মে। এই চিত্রকরের চরিত্র প্রসঙ্গে টোটা বলেছিলেন, ‘ক্লিক ওয়েব প্ল্যাটফর্মের সঙ্গে এই প্রথম আমার কাজ। গোটা টিমের সঙ্গে কাজ করে খুব ভালো লাগল। আমার চরিত্র একজন চিত্রকরের। এই চরিত্রে আমি আগে অভিনয় করলেও পলাশ মুখোপাধ্যায়ের চরিত্রটা বেশ আলাদারকম। আমি চাই, দর্শক সিরিজের মধ্য দিয়েই আমার চরিত্রটিকে আবিষ্কার করুক।’

:: মেলা ডেস্ক

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়