৯৭ সহকারী জজ নিয়োগ

আগের সংবাদ

সমঝোতার সম্ভাবনা কী শেষ! বিশ্লেষকদের মতে, সুযোগ শেষ হয়ে যায়নি > উদ্যোগ নিতে হবে দেশের ভেতর

পরের সংবাদ

২০২৬-এ ট্যাক্সি উড়বে ভারতের আকাশে

প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ১৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : ২০২৬ সালের মধ্যে ভারতের আকাশে চলতে পারে এয়ার ট্যাক্সি। এতে করে দেড় ঘণ্টার পথ পাড়ি দেয়া যাবে মাত্র সাত মিনিটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, ভারতের ইন্টারগেøাভ এন্টারপ্রাইজ ও যুক্তরাষ্ট্রের আর্চার এভিয়েশন এই বৈদ্যুতিক এয়ার ট্যাক্সি সার্ভিস চালু করছে। যুক্তরাষ্ট্রের বোয়িং ও ইউনাইটেড এয়ারলাইন্সের মতো এভিয়েশন জায়ান্ট কোম্পানিগুলোর উদ্যোগে প্রতিষ্ঠিত আর্চার এভিয়েশন মূলত ‘ইলেক্ট্রিক ভার্টিক্যাল টেকঅফ অ্যান্ড ল্যান্ডি’ (ইভিটোল) জাতীয় আকাশযান নির্মাণ করে থাকে।
তাদের দাবি, ২০২৬ সালের মধ্যে এই সেবা শুরু হবে এবং রাস্তার তুলনায় এর খরচ খুব বেশি হবে না। এই ট্যাক্সিগুলোতে চারজন যাত্রী ও একজন পাইলট থাকবেন। এতে করে ১৬১ কিলোমিটার পথ পাড়ি দেয়া যাবে। দিল্লিতে ২০০ ট্যাক্সি নিয়ে যাত্রা শুরু হবে। এরপর পর্যায়ক্রমে মুম্বাই ও বেঙ্গালুরুতে চালু হবে এই সেবা। নির্মাতা প্রতিষ্ঠান জানিয়েছে, এই ট্যাক্সিতে করে ৯০ মিনিটের পথ পাড়ি দেয়া যাবে মাত্র সাত মিনিটে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়