৯৭ সহকারী জজ নিয়োগ

আগের সংবাদ

সমঝোতার সম্ভাবনা কী শেষ! বিশ্লেষকদের মতে, সুযোগ শেষ হয়ে যায়নি > উদ্যোগ নিতে হবে দেশের ভেতর

পরের সংবাদ

ফিল্ম আর্কাইভে সালমান শাহর সিনেমার প্রদর্শনী

প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ১৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন প্রতিবেদক : বড় পর্দায় প্রদর্শিত হতে যাচ্ছে বাংলা সিনেমার জনপ্রিয় নায়ক সালমান শাহ অভিনীত ‘জীবন সংসার’ ও ‘বিক্ষোভ’ সিনেমা। সালমান শাহ ফ্যান ক্লাবের উদ্যোগে আগামী শুক্রবার রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত বাংলাদেশ ফিল্ম আর্কাইভে সিনেমা দুটি প্রদর্শন করা হবে। সালমান শাহ ফ্যান ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, আগামী ১৭ নভেম্বর শুক্রবার জাকির হোসেন রাজু পরিচালিত ‘জীবন সংসার’ চলচ্চিত্র প্রদর্শিত হবে দুপুর ২টা ৩০ মিনিটে। এবং মহম্মদ হান্নান পরিচালিত ‘বিক্ষোভ’ চলচ্চিত্র প্রদর্শিত হবে বিকাল ৫টা ৩০ মিনিটে। সিনেমা দুটি উপভোগ করা যাবে বিনামূল্যে। সালমান শাহ ভক্তদের আয়োজনে এই চলচ্চিত্র প্রদর্শনী সব দর্শকের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। তাই আগ্রহীরা নির্দিষ্ট সময়ে উপস্থিত হয়ে উপভোগ করতে পারবেন সালমান শাহ অভিনীত এ দুটি চলচ্চিত্র। উল্লেখ্য, জাকির হোসেন রাজু রচিত ও পরিচালিত ‘জীবন সংসার’ মুক্তি পায় ১৯৯৬ সালের ১৮ অক্টোবর। এতে সালমান শাহর বিপরীতে অভিনয় করেন শাবনূর। এ ছাড়া আরো অভিনয় করেন ফারুক, ববিতা ও গোলাম মুস্তাফা। ‘বিক্ষোভ’ মুক্তি পায় ১৯৯৪ সালে। ছাত্ররাজনীতির ভালো-মন্দ দিক নিয়ে নির্মিত সিনেমাটি পরিবেশনা করেছে ডি এম ফিল্মস। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সালমান শাহ, শাবনূর, বুলবুল আহমেদ, রাজিব, ডলি জহুর প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়