শেখ পরশ : চিরস্থায়ী খলনায়ক হিসেবে স্থান পাবে জিয়াউর রহমান

আগের সংবাদ

নির্বাচনী ট্রেনে বাংলাদেশ > রাষ্ট্রপতির সঙ্গে ইসির সাক্ষাৎ, গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে হবে : রাষ্ট্রপতি

পরের সংবাদ

মন্ত্রীর মাথায় বন্দুক ঠেকিয়ে ডাকাতি

প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : মহাসড়কে ডাকাতির শিকার হয়েছেন দক্ষিণ আফ্রিকার পরিবহনমন্ত্রী সিন্ডিসিওয়ে চিকুঙ্গা। গাড়ির ফেটে যাওয়া টায়ার পরিবর্তনের সময় ডাকাতরা তার মাথায় অস্ত্র ঠেকিয়ে এই ঘটনা ঘটায়।
এ সময় বেশ কিছু ল্যাপটপ, মোবাইল ফোন এবং মন্ত্রীর দেহরক্ষীর অস্ত্র লুট করে ডাকাতরা। গতকাল বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, ফেটে যাওয়া টায়ার পরিবর্তন করার জন্য হাইওয়েতে গাড়ি থামানোর পর কীভাবে মাথায় বন্দুক ঠেকিয়ে ডাকাতি করা হয়েছে তা বর্ণনা করেছেন দক্ষিণ আফ্রিকার পরিবহনমন্ত্রী
সিন্ডিসিওয়ে চিকুঙ্গা।
দেশটির একটি সংসদীয় কমিটিকে চিকুঙ্গা বলেছেন, গত সোমবার ভোরে এই ঘটনার সময় মুখোশধারী একজন হামলাকারী তার মাথায় বন্দুক ঠেকিয়েছিল। এ সময় তারা কিছু ল্যাপটপ, একটি ফোন এবং তার দেহরক্ষীদের অস্ত্র লুট করে নেয় বলেও জানান তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়