শেখ পরশ : চিরস্থায়ী খলনায়ক হিসেবে স্থান পাবে জিয়াউর রহমান

আগের সংবাদ

নির্বাচনী ট্রেনে বাংলাদেশ > রাষ্ট্রপতির সঙ্গে ইসির সাক্ষাৎ, গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে হবে : রাষ্ট্রপতি

পরের সংবাদ

জাদুর কার্পেটে সড়কে ‘আলাদিন’

প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : আলাদিনের জাদুর কার্পেট এখনো মুগ্ধ করে না, এমন মানুষ বোধ হয় খুব কমই পাওয়া যাবে। কৈশোরের সেই সময়ে আমাদের অনেকেই মজার কার্পেটে চড়তে ও ইচ্ছেপূরণের সেই চেরাগের জিনকে পেতে চাইতেন। এসব শুনে কি অবাক হলেন? অতীতে হারিয়ে গেলেন? অবাক করা এই ইচ্ছা পূরণ করেছেন কেভিন কৌল। তবে তিনি কার্পেটে উড়ে নয়, তার কার্পেটে মোড়া স্কেটবোর্ডে চেপে বেরিয়ে পড়েন রাস্তায়। গুরুগ্রামভিত্তিক কনটেন্ট ক্রিয়েটর আলাদিনের মতো সেজে রাস্তায় ঘুরে বেড়ান। তাকে অনেকেই স্বাগত জানান। সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, কেভিন ডিজনির সেই চরিত্র সেজে রাস্তায় স্কেটবোর্ডে চেপে ঘুরে বেড়াচ্ছেন। তিনি চলার পথে আশপাশের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন। এমনকি স্টোর থেকে গিয়ে আইসক্রিমও কেনেন তিনি। ভিডিওটি ২০২২ সালের জানুয়ারিতে পোস্ট করা হলেও বিষযটি আবার নতুন করে আলোচনায় আসে। একজন ভিডিওতে মন্তব্য করেছেন, ‘পথে নামার আগে চালান কেটেছেন কিনা।’ উত্তরে কেভিন লিখেছেন, ‘স্কেটবোর্ডিংয়ের কোনো আইন নেই, তাই আমার কোনো চালান কাটতে হয়নি।’ অনেকেই তো ভারতের সড়কে স্কেটবোর্ডিং বিষয়টি চিন্তাই করতে পারেননি। কেভিন বলেন, ভারতের সড়কে স্কেটবোর্ড খুবই কঠিন বিষয়, কিন্তু আমি সামলে নিয়েছি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়